আগামীকালের “আল্লাহ্‌র দান” স্টোরে পণ্যের রেট। দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বসবে ঢাকার মিরপুরে এবং সিআরবি চত্ত্বরে।

২৯ মার্চ ২০২৪, ১১:৫২:১২

আগামীকালের “আল্লাহ্‌র দান” স্টোরে পণ্যের রেট। দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বসবে ঢাকার মিরপুরে এবং সিআরবি চত্ত্বরে।
আজকে ক্ষেত থেকে তোলা পণ্য কাল ফ্রেস পাচ্ছেন, কোনোরূপ প্রিজারভেশন ক্যামিক্যাল ব্যবহার করা হয় না, এমনকি পানিও ছিটানো হয় না। যে টাকায় পণ্য আসছে, সে টাকায় আপনি পাচ্ছেন। কৃষকের ফসল ক্ষেতে নষ্ট হওয়া থেকে বাঁচাতে বিদ্যানন্দের এই উদ্যোগ।
ফুলকপি- ৩ টাকা (পিস), ডাটাশাক- ৩ টাকা (বান্ডিল),  বেগুন – ৭ টাকা (কেজি), সিম- ১০ টাকা (কেজি), মুলা – ১০ টাকা (কেজি), লাউ – ১২ টা (পিচ),
টমেটো – ১২ টাকা (কেজি), করলা – ১৬ টাকা (কেজি), মিষ্টি কুমরা – ১৮ টাকা (কেজি), ঢেঁড়স – ২০ টাকা (কেজি), মিষ্টি আলু – ২৫ টাকা (কেজি), ক্যাপসিকাম – ২৫ টাকা (কেজি), কাঁচা কলা – ১৫ টাকা (হালি), মরিচ – ৩০ টাকা (কেজি), আনারস – ৬ টাকা (পিস), বেল – ৩৫ টাকা (পিস)।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।