অবশেষে গ্রেফতার কুখ্যাত প্রতারক ইফতেখার।
৩০ মার্চ ২০২৪, ১২:২৫:১৬
অবশেষে গ্রেফতার কুখ্যাত প্রতারক ইফতেখার, পিতা- আব্দুল হাই, দাদা মুকুল মাস্টার, বাড়ি মুন্সি পাটোয়ারী বাড়ি,গ্রাম – নরসিংহপুর, থানা – কবিরহাট, জেলা – নোয়াখালী।
প্রতারনা করা যার পেশা, চেক প্রতারণা ও বিবাহ করা যার নেশা, সে কয়েকটি বিবাহ করেছিলো, অনেক বউ এর ঘরে সন্তান ও আছে! সে কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী ছিলো, কিন্তু বিগত ৩/৪ বছর পালিয়ে থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশের ডিটেক্টিভ বাঞ্চ ও কবিরহাট থানা পুলিশের প্রচেষ্টায় তার এখনকার শশুরবাড়ি চুয়াডাঙ্গার আলমডাংগার পুলিশের চেষ্টায় অবশেষে প্রতারক ইফতেখার গ্রেফতার, উল্লেখ্য সে সহ তার পরিবার নারী নির্যাতন, প্রতারণা সহ বিভিন্ন মামলার আসামী, এবং কয়েকবার গ্রেফতার হয়েছে!
উল্লেখ্য তার দাদা ছিল বৃহত্তর চাপরাশির হাট ইউনিয়নের কোন এক রাজনৈতিক দলের সভাপতি, সেই এই ভয় দেখিয়ে সবাইকে তটস্থ রাখতো, বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা প্রশাসনের লোকজনের নাম ভাংগিয়ে প্রতারণা করতো, তার সহজ সরল চেহারার আড়ালে লুকিয়ে আছে এক কুখ্যাত প্রতারক।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।