১ ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি. তারিখে – রাজশাহী কলেজে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে।
রাজশাহী প্রতিনিধি:
তথ্য মতে জানায় – বর্ণিল আয়োজনে রাজশাহী কলেজে ‘বসন্ত উৎসব’ উদযাপিত হয়েছে – গত’কাল বুধবার ১৪/০২/২০২৪ ইং তারিখে। ফুল ফুটুক আর নাই ফুটুক গত’কাল শুরু হয়েছে বসন্ত। পহেলা ফাল্গুন – ঋতুরাজ বসন্তের প্রথম দিন ছিলো গত’কাল। সকল বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে উপস্থিত বসন্ত। প্রতি বছরের ন্যায় এ বছরও বসন্তের আগমনী দিনটিকে স্মরণীয় করে রাখতে বসন্তবরণ উৎসবের আয়োজন করে রাজশাহী কলেজ।
গত’কাল সকাল ৯:০০মি. অধ্যক্ষ – এর – নেতৃত্বে কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী বর্ণিল সাজে সজ্জিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সকাল ১০:০০ মি. শহিদ এএইচএম কামারুজ্জামন ভবন চত্বরে অনুষ্ঠিত হয়েছে বসন্ত কথন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলো – কলেজ – এর – শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটি’র আহবায়ক প্রফেসর ড. মোসাঃ ইয়াসমীন আকতার সারমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান’গণ, শিক্ষক’মন্ডলী, শিক্ষার্থী’বৃন্দ ও বিপুল সংখ্যক দর্শনার্থী। অধ্যক্ষ তাঁর বক্তব্যে’য় বলে – বাংলা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিনটি বাঙালি পালন করে ‘বসন্ত উৎসব’ হিসেবে।
বসন্তবরণ উৎসব আমাদের নিজস্ব সংস্কৃতির অংশ। আবহমান কাল থেকে এ দেশের মানুষ লোকজ সংস্কৃতিকে লালন করে আসছে। বাঙালির নিজস্ব সর্বজনীন এ উৎসব এখন গোটা বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। তিনি বাঙালি সংস্কৃতি লালন করে দেশ ও জাতির সমৃদ্ধি সাধনে একসাথে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানায়। শেষে কলেজের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বসন্তবরণ’ অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।