২১ খন্ড করা ০১টি পিকআপ গাড়িসহ আন্তঃজেলা চোরচক্রের ০৫ সদস্য গ্রেফতার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার। 

১ এপ্রিল ২০২৪, ১:১৭:২৩

২১ খন্ড করা ০১টি পিকআপ গাড়িসহ আন্তঃজেলা চোরচক্রের ০৫ সদস্য গ্রেফতার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার।
সোনাগাজী মডেল থানার এসআই (নিঃ) মোঃ মাহবুব আলম সরকার তাহার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং-৩০/০৩/২০২৪ তারিখ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী মডেল থানাধীন পৌরসভার ৫নং ওয়ার্ড তুলাতলী সাকিনস্থ উপজেলা ডাকঘর এর সামনে “আকাশ ডেন্টিং ওয়ার্কসপ” এ ৩০/০৩/২০২৪খ্রিঃ তারিখ ১৭:০০ ঘটিকায় উপস্থিত হইয়া
ওয়ার্কসপের মালিক আজাদ হোসেন প্রঃ আকাশ (২৩), পিতা- বেলায়েত হোসেন প্রঃ মাষ্টার, মাতা- বিবি আয়েশা, সাং- সাতবাডিয়া (হোসেন কামলা বাড়ী), ৪নং ওয়ার্ড, ৪নং মতিগঞ্জ ইউপি, থানা- সোনাগাজী, জেলা- ফেনীকে আটক করিয়া, ১টি গাড়িকে ২১ টুকরা করার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জানায়, ০১। সালা উদ্দিন কাদের প্রঃ নিশান (২৪), পিতা- আবু ইউচুপ, মাতা- নুর নাহার, সাং- চর সাহাভিকারী (জাকির আহাম্মদ কামলা বাড়ী), ৩নং ওয়ার্ড, ৫নং চর দরবেশ ইউপি, থানা- সোনাগাজী, জেলা- ফেনী, এ/পি- চৌমুহুনী।
পানওয়ারা পাড়া, বড় মসজিদের সামনে, থানা- ডবলমুরিং, সিএমপি, জেলা- চট্টগ্রাম, ২। আব্দুল আজিজ প্রঃ তারেক প্রঃ লেংড়া তারেক (২৪), পিতা- আব্দুল খালেক, মাতা- বেবী আক্তার, সাং- মজুপুর (যুগী বাড়ী), তেলীপুকুর ইউপি, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী, এ/পি: পাহাড়তলী বার কোয়ার্টার, গণি সর্দার এর বাসা, থানা- ডবলমুরিং, সিএমপি, জেলা- চট্টগ্রাম, ৩। মোঃ হাসান (১৯), পিতা- মোঃ শহীদ, মাতা- নাজমা বেগম, সাং-কাটাবিল, থানা- মীরসরাই, জেলা- চট্টগ্রাম, এ/পি: ঈদগাঁ, থানা- ডবলমুরিং, সিএমপি, জেলা- চট্টগ্রাম, ৪।
ফরহাদুল ইসলাম ফয়সাল (২২), পিতা- আলমগীর হোসেন, মাতা- ফেরদৌস বেগম, সাং- সবজিকান্দি (সিকদার বাড়ী), থানার পিছনে, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা, এ/পি: পাহাড়তলী বার কোয়ার্টার, গণি সর্দারের বাসার ভাড়াটিয়া, থানা- ডবলমুরিং, সিএমপি, জেলা- চট্টগ্রামগণ সিএমপি, চট্টগ্রাম এলাকা হইতে গাড়িটি চুরি করিয়া ৩০/০৩/২০২৪খ্রিঃ তারিখ ভোর রাতে তাহার ওয়ার্কসপে রাখিয়াছে এবং উক্ত চোরাই গাড়িটি বিক্রয়ের উদ্দেশ্যে ১-৪নং আসামীদের সহযোগীতায় গাড়ির বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে কেটে ২১ খন্ড করিয়াছে। আকাশ ডেন্টিং ওয়ার্কসপের মালিক আজাদা হোসেন প্রঃ আকাশ কে তাৎক্ষনিক গ্রেফতার করা হয়।
পিকআপ গাড়িটির খন্ডিত ২১টি কাঁটা অংশ অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ওয়ার্কসপ থেকে নেওয়ার জন্য ১-৪নং আসামীকে কৌশলে আকাশ ডেন্টিং ওয়ার্কসপে নিয়া আসা হয় এবং সেখানে ফাঁদ পেতে ১-৪নং আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে তারা তাদের উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং বর্নিত ২১ খন্ড করা চোরাই পিকআপ গাড়িটি মাহিন্দ্র SD ১টনি পিকআপ গাড়ি।
উক্ত পিকআপ গাড়িটি ১-৪নং আসামীরা গত ২৮/০৩/২০২৪খ্রিঃ তারিখ দিবাগত রাতে সিএমপি, চট্টগ্রাম এর হালিশহর থানা এলাকা হইতে চুরি করিয়া অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে “আকাশ ডেন্টিং ওয়ার্কসপ” এ আনিয়া খন্ড খন্ড করিয়াছে বলিয়া জানায়। বর্নিত আসামীরা আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাহারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম, সিএমপি এলাকা’সহ দেশের বিভিন্ন স্থান হইতে পিকআপ গাড়ি’সহ বিভিন্ন ধরনের গাড়ি চুরি করিয়া দেশের বিভিন্ন ওয়ার্কসপে নিয়া চোরাই গাড়ি খন্ড খন্ড করতঃ ভাঙ্গারী দোকানে বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া জানা যায়।
পরবর্তীতে উক্ত বিষয়ে এসআই (নিঃ) মোঃ মাহবুব আলম সরকার বাদী হয়ে থানায় হাজির হইয়া এজাহার দায়ের করিলে সূত্রোক্ত মামলাটি রুজু হয়।
প্রকাশ থাকে যে, উক্ত চক্রটি ইতিপূর্বে সিএমপি, চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা হইতে একটি পিকআপ গাড়ি, যাহার রেজিঃ নং-চট্ট মেট্টো ন-১১-৭৮১১ চুরি করিয়া গত ২৮/০৩/২০২৪খ্রিঃ তারিখ বিক্রির উদ্দেশ্যে সোনাগাজী নিয়া আসিলে স্থানীয় লোকজনের সন্দেহ হইলে চোর চক্রটি গাড়ি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ডবলমুরিং থানা পুলিশ সোনাগাজী আসিলে সোনাগাজী থানা পুলিশ গাড়িটি উদ্ধারে সহযোগীতা করে। উক্ত বিষয়ে সিএমপি চট্টগ্রাম, ডবলমুরিং থানার মামলা নং-২২, তারিখ-২৮/০৩/২০২৪খ্রিঃ, ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু হইয়াছে।
জব্দকৃত আলামত সমূহঃ-
১। এক টনি ০১(এক) টি পিকআপ গাড়ী, যাহার ডিজিটাল নাম্বার প্লেট নং-চট্ট মেট্টো ন-১১-৭৮৫৬, ২। গাড়ীর ইঞ্জিন নং- SZK6C19713 , যাহার সাথে গিয়ার বক্স সংযুক্ত, ৩। ০১(এক) টি গিয়ার লিবার, ৪। স্টারিং হুইল ০১টি, ৫। স্টারিং বক্স ০১টি, ৬। ডাম (পিছনের চাকা) ০২টি, ৭। ব্রেক টোর ০১টি, ৮। হেড লাইট ০২টি, ৯। চ্যালেঞ্জার পাইপ ০১টি, ১০। ফরম স্কেল স্প্রিংসহ ০১টি, ১১। রেডিওটর ০১টি, ১২। ডিজেল সেল স্প্রিং সহ ০১টি, ১৩। তেলের ট্যাংকি চেচিস এর একটি অংশসহ ০১টি,  ১৪। সামনের সাইডের কেবিনের চেচিস সহ বাম পাশের এক অংশ, ১৫। সামনের সাইডের কেবিনের চেচিস ডান পাশের এক অংশ, ১৬। কেবিনের চাদ এর অংশ ০১টি,  ১৭। প্লাস্টিকের বাম্পার ০১টি, ১৮। প্লাস্টিকের মিটার বোড ০১টি, ১৯। গাড়ীর দরজা ০২টি, ২০। গাড়ীর সীট ০২টি, ২১। গাড়ীর চাকা ০৪টি।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।