আপনারা যারা মেট্রোতে চড়ে শপিং করতে যাবেন/ আসবেন বলে প্ল্যান করছেন আপনাদেরকে ফ্রী-তে একটা সদুপদেশ দিয়ে যাই। 

৪ এপ্রিল ২০২৪, ৭:২০:২৩

আপনারা যারা মেট্রোতে চড়ে শপিং করতে যাবেন/ আসবেন বলে প্ল্যান করছেন আপনাদেরকে ফ্রী-তে একটা সদুপদেশ দিয়ে যাই। 
শপিং করেন ইচ্ছামতো, মেট্রোতে চড়েন কিন্তু দয়া করে অফিস টাইমগুলোতে মেট্রোতে চড়া এভয়েড করে প্ল্যান করেন। আমরা যারা দূরে বাসা এবং মেট্রোতে চড়ে অফিস করি আমাদেরও বাসায় ফেরার তাড়া আছে, প্রতিদিন থাকে এবং একটি নির্দিষ্ট সময়েই।
তাই অযথা দু’পক্ষেরই এই দূর্ভোগ কমানো আপনাদের পক্ষে সম্ভব জেনে এই কনসিডারেশন আপনাদের করা উচিত আদারোয়াইজ পরে আপনাদের তো কস্ট হয়ই এবং আমাদের ভোগান্তিটা প্রতিদিনই অবর্ণনীয়।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।