কোতয়ালী থানা কতৃক ১০০(একশত) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি এ্যাম্বুলেন্স সহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
৪ এপ্রিল ২০২৪, ৭:৪১:৫১
কোতয়ালী থানা কতৃক ১০০(একশত) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি এ্যাম্বুলেন্স সহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
২৮/০৩/২৪খ্রি: তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় এসআই (নিরস্ত্র) আরাফাত বিন ইউসুফ সঙ্গীয় এএসআই(নিঃ) মো: ফয়েজ আহাম্মদ ও সঙ্গীয় ফোর্স্, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি, কোতয়ালী মডেল থানা, কুমিল্লা গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ০২নং উত্তর দূর্গাপুর ইউপিস্থ নিশ্চিন্তপুর গ্রামের ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত ঢাকা বাসষ্ট্যান্ড নামক স্থানে ঢাকাগামী মহাসড়কের উপর হতে ০১টি পুরাতন এ্যাম্বুলেন্স এর ভিতরে রক্ষিত অবস্থায় ১০০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ১. মোঃ রুবেল(২১), পিতা-মোঃ ছিদ্দিক , মাতা-ফিরোজা খাতুন ,স্থায়ী:-: গ্রাম- ধনিয়া (বাঘা বাড়ী), ০৬নং ইউপি), উপজেলা/থানা-ভোলা সদর, জেলা -ভোলা, ২. মোঃ ছাইদুল ইসলাম(৪৯), পিতা-মোঃ আঃ মান্নান, মাতা-মোছাঃ মমিনা খাতুন , গ্রাম-ঠাকুরতলা (সাতখামাইর) , উপজেলা/থানা- শ্রীপুর, জেলা –গাজীপুর,মোট ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। উভয় আসামীর বিরুদ্ধে পূর্বের ০২টি মামলা বিচারাধীন আছে।
গ্রেফতারকৃতদের নাম, ঠিকানা ও পিসিপিআরঃ-
১। মোঃ রুবেল(২১), পিতা-মোঃ ছিদ্দিক , মাতা-ফিরোজা খাতুন , গ্রাম- ধনিয়া (বাঘা বাড়ী), উপজেলা/থানা-ভোলা সদর, জেলা -ভোলা পিসিপিআর:(ক) ভোলা এর ভোলা সদর থানার ,এফআইআর নং-১৫/৩৬১, তারিখ- ০৬ জুন, ২০২২; ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৩৫৪/ ৫০৬ পেনাল কোড-১৮৬০; ,
২। মোঃ ছাইদুল ইসলাম(৪৯), পিতা-মোঃ আঃ মান্নান, মাতা-মোছাঃ মমিনা খাতুন , গ্রাম-ঠাকুরতলা (সাতখামাইর) , উপজেলা/থানা- শ্রীপুর, জেলা –গাজীপুর পিসিপিআর:
(ক) ডিএমপি এর চকবাজার থানার ,এফআইআর নং-১৮/৬৩৭, তারিখ- ০৮ নভেম্বর, ২০১৯; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ,
বর্ণিত ঘটনায় আসামীদের বিরুদ্ধে কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-৮৬, তারিখ- ২৯ মার্চ, ২০২৪; জি আর নং-২৪৬, তারিখ- ২৯ মার্চ, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।