খুব দ্রুতই চালু হতে যাচ্ছে ঢাকা – ভাঙ্গা – নড়াইল – যশোর/খুলনা রেল লাইন।

৫ এপ্রিল ২০২৪, ২:৫৫:১২

খুব দ্রুতই চালু হতে যাচ্ছে ঢাকা – ভাঙ্গা – নড়াইল – যশোর/খুলনা রেল লাইন।
মজার বিষয় হলো এই লাইন চালু হলে খুলনার ট্রেন আর যশোরে আসবে না এবং যশোর – বেনাপোলের ট্রেন খুলনায় যাবে না। ফলে যশোর স্টেশনে ট্রেনের সংখ্যা কমে যেতে পারে।
কিন্তু এতে মনিরামপুরের মানুষের কোনো অসুবিধা হবে না। কারণ মনিরামপুরের মানুষ নওয়াপাড়ায় গিয়ে খুলনার ট্রেন ধরতে পারবে আর রুপদিয়া/যশোর/ঝিকরগাছা স্টেশনে গিয়ে বেনাপোলের ট্রেন ধরতে পারবে। এখন দেখা যাক মনিরামপুর থেকে কোন স্টেশনের দূরত্ব কত কিমি?
মনিরামপুর – ঝিকরগাছা স্টেশন ১৭ কিমি
মনিরামপুর – রূপদিয়া স্টেশন ১৮ কিমি
মনিরামপুর – নওয়াপাড়া স্টেশন ১৯ কিমি
মনিরামপুর – যশোর স্টেশন ২০ কিমি।
মনিরামপুরের পাশে ২০ কিমি রেঞ্জের ভিতর আছে এই ৪টা স্টেশন। তাছাড়া শিংগীয়া স্টেশনের দূরত্ব ২৫ কিমি। যেখান থেকেও খুলনার ট্রেন ধরা যাবে যদি স্টপেজ দেই।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।