কর্মসূচির ৬ষ্ট ব্যাচের কর্মশালা ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক:
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সহায়তায় এসএমই উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণসহ ঋণ প্রাপ্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরে ‘Acceleration Program on Financial Literacy for Financial Inclusion of SMEs’ কর্মসূচির ৬ষ্ট ব্যাচের কর্মশালা ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মাধ্যমে ঋণ পাওয়ার যোগ্য তবে যথাযথ প্রস্তুতির অভাবে ঋণ না পাওয়া উদ্যোক্তাদের গ্রুমিং ও ব্যাংকের সাথে সংযোগ স্থাপন করানো হয়। ফাউন্ডেশনের অংশীদার আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক জনাব সুজিত কুমার সরকার কর্মশালায় উদ্যোক্তাদের এসএমই অর্থায়ন ও ব্যাংক ঋণ গ্রহণের প্রক্রিয়া বিষয়ে অবহিত করেন এবং উদ্যোক্তাদের ঋণ আবেদন পূরণের নিয়মাবলী ও সহায়ক ডকুমেন্টস বিষয়ে পর্যবেক্ষণ প্রদান করেন। এছাড়া উদ্যোক্তাদের আর্থিক পরিকল্পনা, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ব্যাংক ঋণ পাওয়ার উপায়, ডিজিটাল ব্যাংকিং এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপক জনাব সাজু বড়ুয়া।
কর্মশালার শুরুতে উদ্বোধনী পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর ফরিদপুর জেলা শাখার সভাপতি জনাব মো. আকতার হোসেন এবং ফরিদপুর নারী উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা জনাব আফরোজা সুলতানা। কর্মশালায় ৫০জন এসএমই উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।