পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় জন্মগ্রহণকারী শফিকুল ইসলাম বিপিএম, ডিআইজি-পি একজন বহুমাত্রিক প্রতিভাসম্পন্ন ব্যাক্তিত্ব ও পুলিশ অফিসার, বর্তমানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এ কর্মরত আছেন।
৬ এপ্রিল ২০২৪, ১২:৩২:০৭
পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় জন্মগ্রহণকারী শফিকুল ইসলাম বিপিএম, ডিআইজি-পি একজন বহুমাত্রিক প্রতিভাসম্পন্ন ব্যাক্তিত্ব ও পুলিশ অফিসার, বর্তমানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এ কর্মরত আছেন।
ছাত্রজীবনে পড়েছেন কৃষিবিদ্যা নিয়ে, অতঃপর এমবিএ করেছেন। ছাত্রজীবনের সর্বক্ষেত্রেই মেধাবী ছিলেন শফিকুল ইসলামের বাবার নাম শামসুজ্জামান একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। সবশেষে ১৯৯১ সালে বিসিএস-এ উত্তীর্ণ হলে চিন্তা-ভাবনা করে তিনি পুলিশ বাহিনীতে যোগদানে মনস্থির করেন।
শফিকুল ইসলাম সারদা পুলিশ একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে প্রথম কর্মস্থল বরিশাল জেলায় যোগ দেন। এরপর সহকারী পুলিশ সুপার হিসেবে রাঙামাটি, মেহেরপুর ও খুলনা জেলায় দায়িত্ব পালন করেন । পদোন্নতির পর এপিবিএন বগুড়া, কুড়িগ্রাম এবং গাজিপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন । ২০০৩ সালে তিনি পুলিশ সুপার, ২০১২ সালে অতিরিক্ত ডিআইজি এবং ২০১৬ সালে ডিআইজি পদে পদোন্নতি পান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশে ডেপুটি পুলিশ কমিশনার এবং পুলিশ সদর দফতরে এআইজি (সরবরাহ) ও এআইজি (ইঅ্যান্ডটি) হিসেবে দায়িত্ব পালন করেন । পুলিশ সদর দফতরে অতিরিক্ত ডিআইজি আইসিটি অ্যান্ড টেলিকমিউনিকেশন হিসেবে এবং ঢাকা রেঞ্জে অতিরিক্ত ডিআইজি প্রশাসন ও ক্রাইম হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিদেশে তিনি অ্যাংগোলা কসোভোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNAVEM-III ও UNMIK-এ দায়িত্ব পালন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা স্টেট পুলিশ একাডেমি থেকে তিনি উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১৬ সালের ১৮ জুন থেকে তিনি রাজশাহী মেট্রাপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগ দিয়ে বর্তমানেও কর্মরত আছেন।
সরকারি চাকরির পাশাপাশি তিনি নিজ এলাকার বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন।
এই গুনী পুলিশ অফিসার একজন সাহিত্যিকও বটে। তাঁর ব্যতিক্রমধর্মী উপন্যাস ‘অন্ধকারের অন্তরালে’ ২০০৯-এর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। গতবছর তাঁর রচিত দুটি নাটক ‘প্রেতাত্মার হাসি’ এবং ‘তাজমহল – পাত্র নম্বর ৩১৩’ টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে।
আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য তাঁর সুস্বাস্থ্য ও কর্মময় জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করি।
তথ্যসূত্র : বহুমাত্রিক প্রতিভার মেলবন্ধনে পাবনা. সম্পাদক।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।