বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (Bangladesh Power Development Board) BPDB এর কুমিল্লা অঞ্চলের সকল বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সকলগ্রাহকদের বর্তমান  পোস্ট-পেইড মিটার সরকারিভাবে প্রি-পেইড মিটারে প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।

৬ এপ্রিল ২০২৪, ১২:৪৮:১০

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (Bangladesh Power Development Board) BPDB এর কুমিল্লা অঞ্চলের সকল বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সকল গ্রাহকদের বর্তমান  পোস্ট-পেইড মিটার সরকারিভাবে প্রি-পেইড মিটারে প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।
এর জন্য কোন সরকারী -ফি দিতে হবে না। কোন প্রকার আর্থিক লেনদেন সংক্রান্ত কোন কর্মকান্ডের দায়ভার বিদ্যুৎ বিভাগ বহন করবে না বিধায় এটা গ্রাহকদের একান্ত ব্যক্তিগত বিষয়।
সার্ভিস লোড বা চুক্তিবদ্ধ লোড বৃদ্ধি করতেও কোন সরকারী-ফি এই মুহুর্তে দিতে হচ্ছে না।
সার্ভিস লোডের অতিরিক্ত লোড ব্যবহার হলে মিটারটি সয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্য করবে। তাই আপনার বাসার লোড অনুযায়ী সার্ভিস লোড নিশ্চিত করতে হবে।
মিটার টেম্পারিং অথবা বাইপাস অথবা মিটারের সিল ভাংগার চেষ্টা করা হলে মিটারটি সয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্য করবে এবং লক হয়ে যাবে। পরবর্তীতে নির্ধারিত জরিমানা সাপেক্ষে বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় মিটার আন-লক করে বিদ্যুৎ সচল করতে হবে।
মিটার প্রতিস্থাপনের সময় প্রি-পেইড মিটারের কোড এবং তথ্য সংক্রান্ত লিফলেট, মিটার সিরিয়াল নাম্বার কার্ড বা গ্রাহক আইডি কার্ড প্রতিস্থাপনকারি ব্যক্তির কাছ থেকে বুঝে নিতে হবে।
কাস্টমার আইডি কার্ড বা মিটার নাম্বার কার্ডে উল্লেখিত মিটার নাম্বার মিটার রিচার্জ করার সময় ব্যবহার করতে হবে। একটি কার্ডের অধীনে সরবরাহকৃত OTP বা মিটার টোকেন নাম্বার শুধুমাত্র ঐ মিটারেই ব্যবহার করা যাবে। অন্য মিটারে প্রবেশের চেষ্টা সফল হবে না।
মিটার টোকেন সংক্রান্ত SMS এ ভেন্ডিং এমাউন্ট ও ব্যবহার যোগ্য টাকার তথ্য উল্লেখ থাকবে। এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বা আপত্তি করার সুযোগ নাই।
মিটার ভাড়া, ডিমান্ড চার্জ প্রতি মাসে একবার ভেন্ডিং এমাউন্ট থেকে কেটে নিবে। এসব চার্জ কাটার পর অবশিষ্ট টাকার বিদ্যুৎ ব্যবহার করা যাবে। ভ্যাট টোটাল টাকার ৫% হিসেবে যুক্ত হবে।
প্রতিস্থাপিত এসব প্রি-পেইড মিটার ওয়্যারলেস নেটওয়ার্ক এর আওতাভুক্ত। তাই এসব মিটার দিন/মাস/সময় এর তথ্য সংরক্ষণ করবে। প্রতিদিন বিকাল ৪ টা থেকে পরেদিন সকাল ১০ টা পর্যন্ত এবং সরকারী সকল ছুটির দিন মিটারে টাকা শেষ হয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্য হবে না এই সময়ে মিটারটি ক্রেডিট বা লোনে চালু থাকবে। এই সময়ে ব্যয়িত বিদ্যুৎ বা ক্রেডিট পরবর্তীতে রিচার্জের সাথে সমন্বয় করা হবে।
ইমার্জেন্সি ব্যালেন্স বা ক্রেডিট করা ব্যালেন্স নেগেটিভ  চিহ্ন যুক্ত হয়ে ডিসপ্লে করবে।
ভুল OTP বা মিটার টোকেন নাম্বার একাধিক বার প্রবেশের চেষ্টা করা হলে মিটারটি লক হয়ে যাবে তাই সতর্কতার সাথে রিচার্জ করতে হবে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।