এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে রাঙ্গামাটিতে ‘তাঁত পণ্যের ডিজাইন ডেভেলপমেন্ট ও পণ্য বাছাই, ব্যয় পর্যালোচনা ও মূল্য নির্ধারণ’ কর্মশালা আয়োজন।

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০২:০৮

নিজস্ব প্রতিবেদক:

১৪ ফেব্রুয়ারি ২০২৪ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে রাঙ্গামাটিতে ‘তাঁত পণ্যের ডিজাইন ডেভেলপমেন্ট ও পণ্য বাছাই, ব্যয় পর্যালোচনা ও মূল্য নির্ধারণ’ কর্মশালা আয়োজন।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী কোমর তাঁত পণ্যের উন্নয়ন ও বাজার সংযোগের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন ও ব্রাক ব্যাংকের যৌথ উদ্যোগে বিশেষ কর্মসূচির আওতায় ১৪ ফেব্রুয়ারি ২০২৪ রাঙ্গামাটিতে ‘তাঁত পণ্যের ডিজাইন ডেভেলপমেন্ট ও পণ্য বাছাই, ব্যয় পর্যালোচনা ও মূল্য নির্ধারণ’ কর্মশালা আয়োজন করা হয় ।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নারী-উদ্যোক্তা উন্নয়নে ঐতিহ্যবাহী কোমর তাঁত পণ্যের ডিজাইন ডেভেলপমেন্টে ইতোপূর্বে আয়োজিত কর্মশালায় আন্তজাতিক স্বীকৃতিসম্পন্ন ডিজাইনারের তত্ত্বাবধানে উদ্যোক্তাদের নতুন নতুন ডিজাইন ডেভেলপমেন্ট এর ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হয় এবং প্রশিক্ষিত ডিজাইন মোতাবেক স্যাম্পল পণ্য তৈরীর জন্য কাঁচামাল সরবরাহ করা হয়।

উদ্যোক্তাদের প্রস্তুতকৃত সেসকল পণ্য বাছাই, ব্যয় পর্যালোচনা ও মূল্য নির্ধারণ করার উদ্যেশ্যে কর্মশালাটি আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক জনাব সৈয়দা সুলতানা ইয়াসমিন এবং উপব্যবস্থাপক জনাব মো. নাজমুল ইসলাম। এসব পণ্যের মানোন্নয়ন ও আধুনিকায়নের পর বাণিজ্যিক ক্রেতাদের নিকট প্রদর্শন করা হবে আসন্ন জাতীয় এসএমই পণ্য মেলায়।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।