দেশের ফেসবুকে গত দু দিন মুকেশ আম্বানির ছেলের বিয়ে নিয়ে আলাপ। ত‌র্ক, বিত‌র্ক, ট্রল। 

৬ এপ্রিল ২০২৪, ১:২৯:৫৭

দেশের ফেসবুকে গত দু দিন মুকেশ আম্বানির ছেলের বিয়ে নিয়ে আলাপ। ত‌র্ক, বিত‌র্ক, ট্রল।
এই আলোচনার মধ্যেই ভারতের একজন মুসলমান ধনকুবেরে গল্প টা আবার বলি।
অল্প কয়েক দশক আগেই  ভারতের শী‌র্ষ ধনী ছিলেন একজন মুসলমান। শুধু ভারত না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী ছিলেন  ভাবা হয়।
ভদ্রলোক হায়দারাবাদের সপ্তম নিজাম মীর ওসমান আলী।
১৯৩৭ সালের ২২ শে ফেব্রুয়ারী টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ ছিল তাকে নিয়ে *।  ম্যাগাজিনটির সেই প্রচ্ছদ প্রতিবেদনে বলা হয় মীর ওসমান আলী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী ছিলেন।
সে সময়ে তাঁর সম্পদ ছিল যুক্তরাষ্ট্রের জিডিপির ২ শতাংশ। পৃথিবীর সবচেয়ে দামী হীরা ছিল তাঁর ব্যক্তিগত কোষাগারে।
বৃৃটিশ দের কাছ থেকে ভারত স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন ভাবে ভারতের শাসক রা তাঁর সম্পত্তি কুক্ষিগত করে। নিয়ম কানুন বসিয়ে সম্পত্তির উপর সরকারী নিয়ন্ত্রণ আরোপ করেন।
তাছাড়া  ওসমান আলী উত্তরাধিকাররাও তার মতো যোগ্য ছিলেন না।  ছেলে কে বিয়ে দিয়েছিলেন অটোমানের শেষ রাজার মেয়ের সাথে। হয়তো ভেবেছিলেন দুই সাম্যজ্যের উপরাধিকার রা মিলে নতুন সমাজ্য তৈরি করবে। কিন্তু বিয়ে টা টেকে নি।
পরে ছেলেকে উত্তরাধিকারী না করে নাতি কে উত্তরাধিকার করেছিলেন। কিন্তু নাতি ও যোগ্য ছিলেন না। ৮ম নিজাম মুকাররম জাহ ছিলেন বেহিসাবী। দাদার সব সম্পত্তি খুইয়েছিলেন ভুল বিনিয়োগ আর ডিভো‌র্স স্যাটেলমেন্ট করতে গিয়ে।
গত বছরের শুরুর দিকে তিনি মারা যান। মৃত্যুর আগ দিয়ে অ‌র্থনৈতিক অবস্থা বেশ খারাপ ছিল। থাকতেন দু রুমের একটি ফ্লাটে।
আল্লাহ তাআলা হয়তো মানুষ দের কে টাকা পয়সা দিলে যোগ্য সন্তান দেন না।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।