শুভ নববর্ষ ১৪৩১। 

২০ এপ্রিল ২০২৪, ১:২২:২৪

শুভ নববর্ষ ১৪৩১
বাংলা ১৪৩১ সন আপনার জীবনে বয়ে আনুক কল্যাণ, সুখ ও সমৃদ্ধি। জেলা পুলিশ, হবিগঞ্জের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা।
আজ ১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ। সারা দেশের মত হবিগঞ্জ জেলায়ও সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই দিনটি।
সকাল ০৯:০০ ঘটিকায় মঙ্গল শোভাযাত্রা নিমতলা কালেক্টরেট প্রাঙ্গন হতে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পূনরায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা, পুলিশ সুপার, হবিগঞ্জ, জনাব মোছাঃ জিলুফা সুলতানা, জেলা প্রশাসক, হবিগঞ্জ। এছাড়াও উক্ত শোভাযাত্রায় জেলার বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সম্মানিত নাগরিকবৃন্দ, সাংবাদিকগণ ও প্রাণ প্রিয় ছাত্র/ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
সকাল ১০:৩০ ঘটিকায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
তাছাড়াও খেলাঘর হবিগঞ্জ জেলা কমিটির আয়োজনে “আমরা শিশু জ্বালাবো আলো, দূর করবো আধাঁর কালো” এই শ্লোগানকে সামনে রেখে গৌরবের ৪৩ বছরের বর্ষবরণ উৎসব পালন করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা।
এছাড়াও অনুষ্ঠানে জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ উপস্থিত ছিলেন।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।