বগুড়া এবং কাহালু স্টেশনে ০৩ টি লেন থাকা সত্ত্বেও এই স্টেশন দুটি জংশন স্টেশনের মর্যাদা পাবে না।

২৪ এপ্রিল ২০২৪, ১০:৫৯:৩০

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পে জংশন স্টেশন করা হবে মোট তিনটি। সেগুলো হলোঃ
০১. রাণীরহাট জংশন স্টেশন (০৩ লেন)
০২. সিরাজগঞ্জ জংশন স্টেশন (০৪ লেন)
০৩. শহীদ এম মনসুর আলী জংশন স্টেশন (০৩ লেন)
বগুড়া এবং কাহালু স্টেশনে ০৩ টি লেন থাকা সত্ত্বেও এই স্টেশন দুটি জংশন স্টেশনের মর্যাদা পাবে না। কিছুটা জামতৈল, রূপদিয়া, সিঙ্গিয়া, আজমপুরের মতো।
বগুড়া এবং কাহালু স্টেশন কর্ড লাইন কানেক্টেড স্টেশন হিসেবে বিবেচিত হবে। তাছাড়া বগুড়া স্টেশনের অবকাঠামোগত কোনো পরিবর্তন আসবে না।
প্রস্তাবিত সিরাজগঞ্জ জংশনটি বর্তমানে পরিত্যক্ত কালিয়া হরিপুর স্টেশন যার নাম পরিবর্তন করে সিরাজগঞ্জ জংশন করা হবে এবং সম্পূর্ণ নতুন অবকাঠামো নিয়ে জংশন স্টেশন নির্মাণ করা হবে।
তথ্য রেফারেন্সঃ বগুড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।