যিনি নিজেই ফতোয়া দিয়ে থাকেন ফরজ নামাজের পরে, কিংবা অন্যান্য নামাজের পরে।
২৯ এপ্রিল ২০২৪, ৮:২৯:৪৯
যিনি নিজেই ফতোয়া দিয়ে থাকেন ফরজ নামাজের পরে, কিংবা অন্যান্য নামাজের পরে।
সাবধান বেদাত
সম্মিলিত মোনাজাত করা বিদয়াত এটা করা যাবে না , এখন তিনি নিজেই বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করে সম্মিলিত মোনাজাত করেছেন , এখন নিজের একটু শান্তির জন্য আর মাসায়ালার প্রয়োজন হয় না , শুধু তাই নয় তিনি পর্দার ব্যাপারে ওয়াজ করে আবার তিনি মহিলাদের সামনে দিয়ে প্রোগ্রাম করেন, (নাউজুবিল্লাহ) ইসলামটাকে ধ্বংস করার জন্য তারা জাতিকে উল্টাপাল্টা বুঝিয়ে মাসায়ালা ঘুরিয়ে দেয় ,হায় আফসোস জাতিও আজকে বুঝতে পারতেছে না যে তাদেরকে ইসলাম শিখানোর নামে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে এরকম কিছু আলেম নামের বেআলেম , আজ মানুষ অন্ধভক্ত হয়ে গেছে তার, হায় আফসোস,আল্লাহ সবাইকে হেফাজত করুন।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।