বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ২০২৪ এর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নেত্রকোণা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৬ , ১৭ ও ১৮ ফেব্রুয়ারি শারীরিক সক্ষমতা যাচাই, ০৬ মার্চ লিখিত পরীক্ষা এবং ১৩ মার্চ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা উপলক্ষে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন জনাব মোঃ ফয়েজ আহমেদ , পুলিশ সুপার, নেত্রকোণা ।
ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার নিয়োগ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন জনাব মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃসাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।