ব্যারিস্টার সাইদুল হক সুমন মানবতার ফেরিওয়াল প্রত্যেক জেলায় এরকম একজন ব্যারিস্টার সুমন থাকলে বাংলাদেশে আর কোন দরিদ্র থাকবে না ইনশাআল্লাহ।
৩০ এপ্রিল ২০২৪, ৯:২৭:১৭
ব্যারিস্টার সাইদুল হক সুমন মানবতার ফেরিওয়াল প্রত্যেক জেলায় এরকম একজন ব্যারিস্টার সুমন থাকলে বাংলাদেশে আর কোন দরিদ্র থাকবে না ইনশাআল্লাহ।
সাকিব প্লেয়ার থেকে ব্যবসায়ী – হয়েছে এম পি। দু হাতে টাকা কামিয়েছে , টাকার পাহাড় বানানোর পর সে নেতা হয়েছে।
মাশরাফি প্লেয়ার থেকে এমপি হয়েছে, এখন হুইপ হয়েছে। এরা দু জন ছোট বেলা থেকেই বড় হবার স্বপ্ন দেখেছে।
মেট্রিক পাশ নেতার পিছনে ছুটে নাই, যদি ছুটতো তাহলে আজকে এমপি হত না, এলাকার ছ্যাচড়া মেম্বার হতে পারতো কিনা তাও সন্দেহ।
আর ব্যারিস্টার সুমন আগে লন্ডনে গেছে, পড়াশোনা করেছে, ব্যারিস্টার হয়েছে, এলাকার জন্য কাজ করেছে।
সে রানিং এমপিরে নাকানি চুবানি খাওয়াইছে গত ইলেকশনে।
আর তুমি বাপের খেয়ে বাপের পড়ে, সাত বার মেট্রিক ফেইল নেতার পা চাট!!
বাপ মার খবর নাই , আবার ফেইসবুকে পোস্ট দাও- প্রিয় অভিভাবক।
প্রিয় অভিভাবকদের জন্যই একদিন এলাকার মেম্বারও হইতে পারবে না। আজীবন ছ্যাচড়ামি করে খাইতে হবে।
সিএনজি স্টেশনের চাঁদা তুলে খাওয়া লাগবে অটোরিকশা, ভ্যান, পিকআপ থেকে চাঁদা তুলে খেতে হবে আর মানুষের অভিশাপ কামাবে।
বলদামি না করে লেখাপড়া কর, ব্যবসা কর, বিদেশ যাও লাগলে গরু পাল, মুরগির খামার করো তাও নেতার পা চাটা বন্ধ কর।
নিজে বড় হলে নেতা তোমার পায়ের সামনে এসে বসে থাকবে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।