বনের রাজা সিংহ তার আন্ডাবাচ্চা নিয়ে রোদ পোহাচ্ছিলো, এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে দু’টা ঝাকি দিলো।
২ মে ২০২৪, ৯:৪৮:৪৫
বনের রাজা সিংহ তার আন্ডাবাচ্চা নিয়ে রোদ পোহাচ্ছিলো, এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে দু’টা ঝাকি দিলো।
সিংহ যতোটা না অবাক হলো, তার চেয়ে বিরক্ত হলো বেশী। বাঁদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেংচি কেটে হাসতে হাসতে চলে গেলো।
সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বললো, এত্তোবড় বেয়াদবী! আর আপনি তাকে কিছুই বললেন না বাপজান ! সিংহ বললো, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি বেটা, একটু সময় অপেক্ষা করো, সবকিছু দেখতে পাবে।
কয়েকদিন পর বাঁদরের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অভিযোগ আসতে লাগলো। তারপর একদিন হঠাৎ করেই বাঁদর সিংহের সামনে পড়লো এবং এক থাবায় সিংহ তাকে শেষ করে দিলো।
সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করলো, বাপজান সেদিন এতো অন্যায় করলো, কিন্তুু আপনি কিছুই বললেন না তাকে ! অথচ আজকে সে আপনার সাথে কিছুই করেনি, কিন্তু তাকে মেরে ফেললেন ?
সিংহ জবাবে বললো, “ এটাই কৌশল বাবা ! সেদিনের পর বাঁদরটা ভালুক কে লাথি মেরেছে ! হাতির শুড় ধরে দুলেছে ! গন্ডারের পিঠে চড়ে নেচেছে ! হায়নাকে সে কাতুকুতু দিয়েছে! জিরাফের গলা ধরে টানাটানি করেছে ! আর সবাইকেই বলেছে, রাজাকেই আমি মানি না, সেখানে তুই কে ?
সেদিন ওরে মারলে সবাই আমাকে বলতো, ক্ষমতা দেখাইছি , আমি স্বৈরাচারী এবং খুনী। আজকে একটু পর দেখবি- সবাই এসে বলবে, থ্যাংক ইউ রাজা সাহেব।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।