জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০৩ টি সফল অভিযানে ২৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ গ্রেফতার ০৩ জন। 

৪ মে ২০২৪, ৭:১২:৫৩

স্টাফ রিপোর্টার :
অভিযান-০১
(০১ মে ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ) শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/মোঃ নাজমুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ আজাহারুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৫.১০ ঘটিকার সময় শার্শা থানাধীন বাগ আচড়া কলেজপাড়া সাকিনস্থ জনৈক রবিউল ইসলাম, পিতা-মৃত মতলেব এর গোয়ালঘরের দক্ষিন পাশে হইতে আসামী ১। নজরুল ইসলাম নজু (৪৫), পিতা-রবিউল ইসলাম, সাং-বাগ আচড়া কলেজ পাড়া, থানা-শার্শা জেলা- যশোর কে ১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৪০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে যশোর শার্শা থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০২
(০১ মে ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ) শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/মোঃ নাজমুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ আজাহারুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ২৩.২০ ঘটিকার সময় শার্শা থানাধীন টেংরালী সাকিনস্থ পাকশিয়া সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে পিচের রাস্তার উপর হইতে আসামী মোঃ দ্বীন ইসলাম @ খোকন (৩৫), পিতা-মোঃ খাইরুল ইসলাম, সাং-টেংরালী মাঝের পাড়া, থানা-শার্শা, জেলা-যশোরকে ১৭০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৬,৮০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে যশোর শার্শা থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০৩
(০১ মে ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান, এএসআই(নিঃ) গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই(নিঃ) এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ২২.১০ ঘটিকার সময় চৌগাছা থানাধীন কুলিয়া গামস্থ জনৈক ফজলু এর ডিপটিউবওয়েল মেশিন ঘর এর ১০০ গজ পশ্চিমে রাজাপুর টু কুলিয়াগামী পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আব্দুল সিদ্দিক (৫০), পিতা-মৃত অর্জেত আলী, সাং-কুলিয়া (উত্তরপাড়া), থানা-চৌগাছা, জেলা-যশোর কে ৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ২,০০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।