যে চাকরি পাওয়ার জন্য কেউ একজন মাটিতে শুয়ে গড়াগড়ি খায়, সেই চাকরি অন্য কেউ ছেড়ে দেয় অবলিলায়।
৪ মে ২০২৪, ৭:১৭:১২
যে চাকরি পাওয়ার জন্য কেউ একজন মাটিতে শুয়ে গড়াগড়ি খায়, সেই চাকরি অন্য কেউ ছেড়ে দেয় অবলিলায়।
জজের চাকরি পাওয়ার জন্য জীবনের সব আনন্দ উপভোগ ত্যাগ করেছে আমার চেনা জানা অনেকেই আবার আজিজুল হক দুলু ভাই সেই চাকরি ছেড়ে দিয়ে দিব্যি সুখে দিন কাটাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে অনেকেই, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি ছেড়েও সমাজে আরো উচ্চ আসনে আসিন হয়েছেন অনেকেই। মানুষ পৃথিবীর সবচেয়ে বিচিত্র প্রাণী। তাই মানুষের চিন্তা, স্বপ্ন, জীবন দর্শন সব কিছুই বিচিত্র।
বড়লোকের ছেলে বন্ধুদের সাথে ফুটপাতের টং দোকানে চা খেয়ে বলে “আহ্ জীবন কতো সুন্দর!” আবার গরীবের ছেলে কোন ভাবে একদিন শেরাটনে ডিনার করে দীর্ঘশ্বাস ছেড়ে বলে “জীবনটা আরেকটু সুন্দর হলেও হতে পারতো!” আসলে চিন্তা দ্বারাই আমাদের জীবন পরিচালিত হয়। বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন- “কর্মের চেয়ে চিন্তা বা কল্পনা শক্তি মানুষের জন্য বেশ দরকারি।” কারন যার চিন্তা শক্তি যত প্রখর তার কর্ম তত মজবুত, যার কর্ম যত মজবুত তার অর্জন তত বিশাল।
আর এই চিন্তা শক্তিতে যে পিছিয়ে পড়ে সে যোগ্যতা, মেধা, পরিশ্রম থাকার পরও কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারে না, সব কিছু ঠিকঠাক থাকার পরও সে হয় একজন শিক্ষিত কিন্তু ব্যার্থ মানুষ, জীবন নিয়ে প্রচন্ড হতাশায় দিন কাটে তার। আশে পাশে তাকিয়ে দেখে, তার চেয়ে মেধা ও যোগ্যতায় অনেক কমতি থেকেও তার বন্ধুরা আজ অনেকেই তাকে পেছনে ফেলে চলে গিয়েছে অনেক উপরে। কখনোই কোনো কারনে, কারো আচরনে, কারো কথায়, মন খারাপ করা যাবে না, হতাশ হওয়া যাবে না। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সময় একদিন আসবেই। আসুন আমরা নিজের স্বপ্নগুলোর যত্ন নিই, চিন্তা শক্তি কে প্রখর করি, ও সফল হই আমরা সবাই।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।