গতকাল শুনলাম সাবেক দুই স্ত্রী অপু আর বুবলির উপর বিরক্ত হ’য়ে নতুন করে বিয়ের আসরে বসতে যাচ্ছেন মেগাস্টার সাকিব খান।

৪ মে ২০২৪, ৭:১৯:৩৯

গতকাল শুনলাম সাবেক দুই স্ত্রী অপু আর বুবলির উপর বিরক্ত হ’য়ে নতুন করে বিয়ের আসরে বসতে যাচ্ছেন মেগাস্টার সাকিব খান!’তাঁর পরিবার এমনটাই জানিয়েছেন আর তাতে সায় ও দিয়েছেন সাকিব খান!’
কথা এটা না কথা হচ্ছে একটাবার চিন্তা করে দেখেছেন?’একটা মানুষের মন মানসিকতা কতোটা জ*ঘ*ন্য হতে পারে?’গোপনে ২ টি বিয়ে করে ২ টা মেয়েকেই ঠকালো,সে দুটি মেয়ে কিন্তু,তাঁকে জোর করেনি,সে হ্যাঁ ব’লেছে বলেই বিয়ে,সন্তান হ’য়েছিলো!’সে দুটি মেয়ের মধ্যে বা*ধবি*ঘ্ন*তা ঘটালো,তাঁর গা*য়ে কিন্তু,কোনো কা*লি লাগেনি,সে দিব্যি আরাম করে সিনেমা করছে,ঘুরাফিরা করছে!’
বাট তাঁর জীবনের পার্সোনালিটি একদম শূন্য,সেটা ২ সন্তানের বাবা হিসেবে,২ স্ত্রীর প্রাক্তন স্বামী হিসেবে,হ্যাঁ সে ভালো সিনেমা করেছে,করছে এটা ঠিক কিন্তু,সে মানুষ হিসেবে অতী ন*গ*ন্য!’স্ত্রীকে,সন্তানকে সম্মান না দিয়ে দিব্যি দিন কাটাচ্ছে!’এমন পুরুষ কারোর কপালে না জুটুক,আসলে মূল কথা হলো কি “মানুষ ঠকানোর বিচার করার কোনো আইন নেই” নায়ক হিসেবে সে অনেক বড় সুপারস্টার হতে পারে তবে স্বামী,বাবা হিসেবে তাঁকে আমি একদমই জিরো পার্সোনালিটির নজরে দেখি!

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।