বকুল মিয়া,বাড়ি উত্তর বঙ্গ। ঢাকায় সিএনজি চালান অনেক বছর। একমাত্র ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সাভার ইপিজেডে কোন এক বিদেশী কোম্পানিতে ভাল বেতনে চাকুরী করে।

৬ মে ২০২৪, ৫:১২:২৬

বকুল মিয়া,বাড়ি উত্তর বঙ্গ। ঢাকায় সিএনজি চালান অনেক বছর। একমাত্র ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সাভার ইপিজেডে কোন এক বিদেশী কোম্পানিতে ভাল বেতনে চাকুরী করে।
রিক্সা সিএনজি আমার নিয়মিত বাহন।মুল লক্ষ্য চলার পথে সাধারণ মানুষের সাথে কথা বলা।
মহাখালী থেকে ধানমন্ডি। প্রায় ৪০ মিনিট জার্নি।ফাঁকে ফাঁকে বকুল মিয়ার সাথে কথোপকথন।
কেমন আছেন?… ভাল, আল্লায় রাখছেন।
এই হরতাল অবরোধের মধ্যে আয় রোজগারের কি অবস্থা?.. অনেক কম।
কম আয় রোজগারে সংসার চলে? বকুল মিয়ে চুপ।
দেশ নিয়ে কি ভাবছেন ?
বকুল মিয়ে চুপ।
অনেক্ষন দুইজনই চুপ।হটাৎ বকুল মিয়ার প্রশ্ন, স্যার,সামনের দিনগুলু কেমন যাবে?? এবার আমি চুপ…
সিএনজি চালক বকুল মিয়া আমাকে শিখিয়েছে….
এই মুহুর্তে চুপ থাকাটাই বড় উত্তর !!!

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।