হেলিকপ্টারে মেঘালয় গৌহাটি 

৬ মে ২০২৪, ৫:২৬:৩৪

হেলিকপ্টারে মেঘালয় গৌহাটি
প্রথমেই চলে যাবেন ঢাকা থেকে ৪ ঘন্টার দূরত্বে শেরপুর (Sherpur)। মহাখালি থেকে শেরপুর যাওয়ার এভেইলেবল বাস পাওয়া যায়। সরাসরি নালিতাবাড়ীর বাসে চড়লেই সবচাইতে ভালো। ভাড়া ৩০০ টাকা। এই জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত স্থলবন্দর হচ্ছে নাকুগাও। এখানে ইমিগ্রেশনও আছে। ভারতীয় ভিসায় By Road DALU লেখা থাকলেই এ বন্দর দিয়ে ভারতে ঢোকা যায়। অন্যান্য বন্দরের তুলনায় এ বন্দরে ভীড় একেবারেই নেই।
সারাদিনে মাত্র ৫-৬ জন মানুষ যাতায়াত করে। এজন্য নেই কোন ঘুষ কিংবা দালালের প্রবলেম। যাইহোক, বর্ডার ক্রস করেই ২ কিলোমিটার সামনেই ডালু বাসট্যান্ড। সেখান থেকে বাস কিংবা প্রাইভেটকারে ৪৯ কিলোমিটার দুরেই তুরা (Tura) জেলা (বাসভাড়াঃ ১০০ রুপী, শেয়ারড প্রাইভেটকারেঃ ২৫০ রুপী)। এই তুরা থেকেই প্রতি শুক্র, শনি, সোম এবং বুধবার হেলিকপ্টার সার্ভিস চালু আছে। যা স্থানীয় সময় সকাল ১১.২৫ মিনিটে গোয়াহাটির উদ্দেশ্যে ছেড়ে ১২.০৫ এ পৌছায়। সেখানে ২৫ মিনিটের বিরতি দিয়ে ঠিক ১ টায় পৌছায় শিলং। ভাড়া মাত্র ১৯০০ রুপী। তবে ফোনে একটু আগেভাগেই বুকিং দিতে হবে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।