অশ্লীল’তা বন্ধে আমি নিজেও লেগেঙ্গার সাথে ওড়না পরেছি, আর বুবলি?  

৬ মে ২০২৪, ৫:৩১:১১

অশ্লীল’তা বন্ধে আমি নিজেও লেগেঙ্গার সাথে ওড়না পরেছি, আর বুবলি?
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাবেক ঘরনি তিনি। তবে পারিবারিক জীবন নিয়ে আলোচনায় থাকেন সবসময়। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘বুবলীর সাথে দেখা হওয়ার দিন ছিল প্রথম রমজান। আর সেদিন আগে থেকেই জয়কে নিয়ে শাকিব খানের বাসায় ছিলেন অপু। অপরদিকে বুবলী সেদিন শাকিবের বাসায় না অফিসে এসেছিলেন।’
অন্য একটি সাক্ষাৎকারে অপু বুবলীকে নিয়ে বলেছেন, ‘উনিতো স্বনামধন্য একজন অভিনেত্রী তাহলে তার কথা এমন অশ্লী’ল কেন? আমি যখন সিনেমায় আসি তখন ঢালিউডে অশ্লীল’তার একটি ট্রেন্ড চলছিলো। আমি আসার পর সেটা বন্ধ করতে পেরেছি। আমি নিজেও লেগেঙ্গার সাথে ওড়না পরেছি।’
তিনি আরও বলেন, স্বনামধন্য ওই নায়িকা (বুবলী) আমাকে আবার সেই অশ্লী’লতার যুগে নিয়ে যাচ্ছেন। তবে সব ব্যাখ্যা আমি দিতে চাই না। কারণ এটা আমার পারিবারিক শিক্ষা নয়। আমার মা যদি এখন বেঁচে থাকতেন, এসব শুনলে আমাকে জুতা দিয়ে পেটাতেন। বলতেন, এসব তোমাকে কে বলতে বলেছে। ১০ জন বলুক, তুমি বলবে না।’
সন্তান নিয়ে কাজ করার বিষয়ে অপু বলেন, আগে কিন্তু নায়িকারা সন্তানের বিষয়টি গোপন রাখতো কিংবা এড়িয়ে যেত। কারও সন্তান হলে অন্য কারও বলে চালিয়ে দিত। কারণ সন্তান হওয়া মানে নায়িকার ক্যারিয়ার শেষ। এই প্রথাটাও আমি ভাঙতে পেরেছি। আমি যখন জয়কে নিয়ে ক্যামেরার সামনে আসি তখন কয়টা নায়িকা সন্তানের খবর জানিয়েছে মিডিয়ায়?
কিন্তু সে ধারণা বদলেছে, পরীমণি কি সুন্দর বাচ্চা নিয়ে কাজ করছে। মাহি তার সন্তানের নানা কিছু ফেসবুকে শেয়ার করছে। তবে এসব ভালো কিছু প্রতিষ্ঠা করতে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে বললেন অপু।
 অপু-বুবলীর নানা দ্ব’ন্দ্বের মাঝে খবর এলো তাদের সাবেক স্বামী আবার বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন। এই বিয়ের জন্যও অপু পরোক্ষভাবে বুবলীকেই দায়ী করছেন বলেই জানা গেছে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।