শাকিব খানের বাবা মা অবশেষে একটা উত্তম সিদ্ধান্ত নিতে চলেছেন, পর্দার রাজকুমার তার মা বাবার কাছেও রাজকুমার।
২৬ মে ২০২৪, ৫:৪৬:৫১
শাকিব খানের বাবা মা অবশেষে একটা উত্তম সিদ্ধান্ত নিতে চলেছেন, পর্দার রাজকুমার তার মা বাবার কাছেও রাজকুমার। কিন্তু অপু বিশ্বাস বুবলি এই দুই নারী শাকিবের জীবন তেজপাতা বানিয়ে ছেড়েছে। দু’জনই শাকিবের গলার কাঁটা।
জয় আর শেহজাদ শাকিবের ঔরসজাত সন্তান বলে ছেলেদের প্রতি শাকিবের দায়িত্ববোধ বেশি। সন্তানদের তো আর তিনি ফেলতে পারবেন না। দাদা দাদীর প্রচুর টান দুই নাতীর জন্য। তাই তারা বিভিন্ন অকেশনে নাতিদের ডেকে নেন। আর সেই সুবিধাই বাগিয়ে নিচ্ছেন অপু বুবলি। মোদ্দা কথা হল, শাকিব খান অপু বুবলি দুজনের একজনেও ফারদার তার জীবনের সাথে জড়াবেন না। দুই নারীর প্রতি অতিষ্ঠ হয়ে উঠেছেন পর্দার রাজকুমার। বুবলি মিথ্যাচার করেন বলে সবাই তাকে গালমন্দ করে। কিন্তু অপু দিদিভাইও কম নন।
তিনিও ইনটেনশনালি অবাধ মিথ্যাচার করেছেন। যেমন ঈদুল ফিতরের ফ্যামিলি গেট টুগেদার নিয়ে অপু মিথ্যাচার করেছেন, শাকিবের বাবা নাকি তার হাত ছাড়া খাবার খেতে চাননি। অপু শাকিবের বাসায় না গেলে তার বাবা মা নাকি অভিমান করেন। আসল সত্যি হল, অপুর মিথ্যাচারে শাকিবের পরিবার অতিষ্ঠ। অপু হিন্দুধর্ম পালন করেন। শাকিবের মা বাবা নামাজ পড়েন রোজা করেন। স্বাভাবিকভাবেই একজন হিন্দু মহিলাকে তারা পুত্রবধূ হিসেবে স্বীকার করেন না।
ভবিষ্যতেও করবেন না। কারণ মিডিয়ার বিভিন্ন চ্যানেলে গিয়ে অপু বিশ্বাস শাকিবকে কম বেইজ্জতি করেননি। অপু নিজ থেকে গিয়ে শাকিবের বাসায় উঠেছিল। শাকিবের পরিবার তাকে মেহমানের মতই থাকতে দিয়েছিলেন। নাতি জয়ের কারণে তারা নিশ্চুপ। শত হলেও জয়ের ধমনিতে শাকিবের রক্ত বইছে। জয় ও শেহজাদ তাদের বংশের প্রদীপ। শাকিব নিজেও চাননা তার দুইছেলের লালন পালনে কোনো কমতি হোক।
আগে যা-ই ঘটুক না কেন বর্তমানে এটাই সত্য যে শাকিব তার ছেলেদের লেখাপড়া ও ভরণপোষণের পেছনে বিপুল অর্থ ব্যয় করেন। ওদিকে মওকা বুঝে বুবলিও মিথ্যাচার করেছেন। শাকিবের পরিবারের সাথে তার কোয়ালিটি টাইম স্পেন্ডের বানোয়াট গল্প শুনে সবাই মুখ টিপে হেসেছে। শেহজাদকে তার দাদা দাদী ফুপু আদর স্নেহ করার মানে এই নয় যে বুবলিকে তারা অ্যাকসেপ্ট করবেন। দুইনারীর যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য খান পরিবার সিরিয়াস সিদ্ধান্তটি নিতে চলেছে।
শাকিবের জন্য পাত্রী ঠিক করার প্রক্রিয়া শুরু হচ্ছে অচিরেই। শাকিবের ভক্ত শুভাকাঙ্ক্ষীরা চাচ্ছে শাকিব ব্যক্তিজীবনে থিতু হোক। শাকিব বিয়ে করলে বুবলি অপু বিশ্বাসের কবল থেকে মুক্তি পাবেন। এই দুইনারী শাকিবের জন্য অভিশাপ। এই দুই মহিলার লোভ শাকিবের টাকার প্রতি। জয় শেহজাদকে তাদের বাবা ফেলবেনা। কিন্তু অপু বুবলির ভয়াল থাবা থেকে শাকিবের দূরে থাকা উচিত। এবার তার জীবনকে ঢেলে সাজানো উচিত।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।