মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পদের ভাইভা পরিক্ষার জন্য যেসব কাগজপত্রের প্রয়োজন হবে বা সত্তায়িত করতে হবে সেগুলো নিচে দেওয়া হলো।

২৬ মে ২০২৪, ৬:০৭:৪৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পদের ভাইভা পরিক্ষার জন্য যেসব কাগজপত্রের প্রয়োজন হবে বা সত্তায়িত করতে হবে সেগুলো নিচে দেওয়া হলো।
১- DNC এপ্লিকেশন ফর্ম অরজিনাল এবং উক্ত ফর্মটির ১ কপি ফটোকপি সত্তায়িত করতে হবে।
২-নিজের ছবি সর্বনিম্ন ৩ কপি সদ্য তোলা পার্সপোর্ট সাইজের সত্তায়িত করে সাথে করে নিয়ে যাবেন।
৩- নিজের সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (PSC/JSC/SSC/HSC/Hons) উল্লেখ্য সারকুলারে যেহেতু SSC পর্যন্ত দেওয়া হয়েছে তাই যারা শুধুমাত্র SSC পরীক্ষা দিয়ে সিপাহী পদে এপ্লাই করেছেন তারা শুধু SSC আগে যত গুলো পাব্লিক বা বোর্ড পরীক্ষা দিয়েছেন সেগুলোর কাগজপ্রত্র সাথে করে নিয়ে যাবেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতা SSC এর উপরে তারা তাদের নিজ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন এবং অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার কাগজপ্রত্র সত্তায়িত করে নিতে হবে।
৪-নিজ এলাকার চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর এর থাকে নাগরিক সনদপ্রত্র ও চারিত্রিক সনদপ্রত্র কালেক্ট করতে হবে এবং এই দুটিরই সত্তায়িত করতে হবে।
৫-নিজ জন্ম নিবন্ধন প্রত্র বা ভোটার আইডি কার্ড (NID) সেটির মেইন কপি সাথে করে নিয়ে যাবেন এবং ১ কপি সত্তায়িত করে নিতে হবে।
৬- নিজের বাবা-মায়ের ভোটার আইডি কার্ড এর মেইন কপি এবং ১ কপি করে ফটোকপি করে সত্তায়িত করতে হবে।
৭- কোন কোটাধারী হয়ে থাকলে অবশ্যই সেই কোটার সনদপ্রত্র এবং এটিরও ১ কপি ফটোকপি করে সত্তায়িত করে নিতে হবে।
৮- সর্বেশষ শিক্ষা-প্রতিষ্টান কতৃক চারিত্রিক সনদপ্রত্র বা প্রসংশাপ্রত্র যোগাড় করতে হবে এবং সেটির ফটোকপি করে সত্তায়িত করে নিতে হবে।
৯- এডমিট কার্ডটি সাথে করে নিয়ে যাবেন।
বিঃদ্র:- আশা করছি এর বাহিরে আর কোন কাগজপ্রত্র লাগবে না। কোন দালাল এর কাছে প্রতারিত হবেন না। চাকরি হলে আপনার এমনিই হবে বিনা টাকায়।
কারো কোনকিছু জানার থাকলে কমেন্ট করবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।