ছবি টা কোনো শিল্পীর আকাঁ নয়।
২৯ মে ২০২৪, ৮:২৩:৪০
মনে হচ্ছে পটে আকাঁ ছবি তাই না?
ছবি টা কোনো শিল্পীর আকাঁ নয়।এই তীব্র শীতে আমাদের দুনিয়ারই আরেক প্রান্তে থাকা আরেক নগরী গা জার ছবি এটি। রাতে ঘুমাতে গেলে আমরা আমাদের বাচ্চাদের গায়ে আরেকটা কম্বল তুলে দেই। জানালার গ্লাসটা ঠিক মতো আটকানো আছে নাকি দুইবার উঠে গিয়ে চেক করি। বাচ্চার গায়ে যেন একটু কুয়াশা না লাগে। আচ্ছা এই ঠান্ডায়, তীব্র শীতের বৃষ্টিতে এই শিশু গুলোর কেমন লাগছে?
ওদের কি এই কাদামাটির ভেজা বিছানায় থাকার কথা ছিল? এই পৃথিবী যেন নীরব দর্শক! প্রচন্ড শক্ত একটা মন নিয়ে সবাই মিলে একখানা হৃদয়বিদারক ক্রমশ চলন্ত সিনেমা দেখছি।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।