অফিসের জন্য রেডি হচ্ছি তখন মা এসে বলতেছে তিশান রাতে আসার সময় গরুর মাংস নিয়ে আসিস তোর শশুর শাশুড়ি আসবে কালকে।
১ জুন ২০২৪, ৭:৫৫:০০
অফিসের জন্য রেডি হচ্ছি তখন মা এসে বলতেছে তিশান রাতে আসার সময় গরুর মাংস নিয়ে আসিস তোর শশুর শাশুড়ি আসবে কালকে।
আচ্ছা মা নিয়ে আসবো এখন আমি যায় অফিসের সময় হয়ে যাচ্ছে এই বলে বাসার নিচে এসে দাঁড়ালাম, দেখি এক ছেলে রিকশাওয়ালা কে বলছে কিরে রিকশা মতিঝিল যাবি তখন রিকশাওয়ালা বললো হ্যা মামা যাবো।
ছেলেটা : ভাড়া কত দিবো বল একদম বেশি চাইবিনা বলে দিলাম? “মামা আপনাদের থেকে কী বেশি চাইতে পারি ৮০টাকা দিয়েন…!!
ছেলেটা : ওই সা’লা রিকশাওয়ালা ফকিন্নির পোলা ৪০টাকার ভাড়া ৮০টাকা চাস মে’রে রিকশা সহ বাড়িতে পাঠিয়ে দিবো। দুজন এর এসব কথা বার্তা দেখে আমি এগিয়ে গিয়ে ছেলেটা কে বললাম এই যে ভাইয়া তুমি ব্যবহার খারাপ করে উনার সাথে কথা বলছো কেনো।
ছেলেটা : ব্যবহার খারাপ করবো যা ইচ্ছে তাই করবো তোর সমস্যা কী তোকে বলতে হবে…!!
মেজাজ টা খারাপ হয়ে গেলো ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মে’রে বললাম আমার ওই সমস্যা, তোকে তো চেনা চেনা লাগছে তুই রফিক সাহেব এর ছেলে অনিক না যে আমাদের বাড়ির ৩ তালা তে গত মাসে ভাড়া নিয়েছে।
ছেলেটা : হ্যা আমি রফিক সাহেব এর ছেলে, সরি ভাইয়া বুঝতে পারিনি আপনি বাড়ি ওয়ালার ছেলে তিশান ভাইয়া এখন চিনতে পারছি।
রাখ তোর সরি আমি যত টুকু জানি তুই কলেজে পড়িস,তাহলে নিজেরে এতো বড় ভাবিস কী করে শিক্ষিত হয়ে ও অশিক্ষিত ছেলেদের মতো ব্যবহার করছিস। তুই রিকশাওয়ালা মামা কে তুই করে বলছিস, অথচ তরে আপনি করে বলছে তোদের মতো ছেলেদের জন্য আমাদের সমাজ টা নষ্ট হচ্ছে, শিক্ষিত হয়ে ও অশিক্ষিত লোক এর মতো ব্যবহার করিস, আর মূর্খ লোকেরা তোদের সম্মান দেয়,আর তোরা সম্মান দিতে পারিস না। তোকে যেনো আর কখনো এভাবে খারাপ ব্যবহার করতে না দেখি, সাবধান করে দিলাম প্রথম বার এর মতো আর মাফ চা রিকশাওলা মামার কাছে।
ছেলেটা : ঠিক আছে ভাইয়া আর হবেনা, আর রিকশাওয়ালা মাফ করে দিয়েন ভুল হয়েছে আমার। হয়েছে যা এবার তোকে যেনো চোখের সামনে না দেখি আর, আজকাল আমাদের সমাজ টা এমন হয়েছে যে শিক্ষিত লোক রাই সমাজ ধ্বংস করছে অশিক্ষিত লোক এর মতো আচরণ করে, সমাপ্ত।
অনুগল্প – অশিক্ষিত_সমাজ ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।