অবশেষে পরকীয়া ধরা খেয়ে গেল স্ত্রীলিমা গ্রাম বাসীর হাতে ১৪  বছর যাবত চালিয়ে যাচ্ছে পুরুষ নির্যাতন, লিমার স্বামী উজ্জল ও তার পরিবারের সবাইর উপর।

১০ জুন ২০২৪, ৯:২০:৫০

অবশেষে পরকীয়া ধরা খেয়ে গেল স্ত্রীলিমা গ্রাম বাসীর হাতে ১৪  বছর যাবত চালিয়ে যাচ্ছে পুরুষ নির্যাতন, লিমার স্বামী উজ্জল ও তার   পরিবারের সবাইর উপর।
প্রতিবাদ করলেই স্ত্রীলিমা নারী ও শিশু নির্যাতন মামলার হুমকি দিয়ে থাকে  প্রতিনিয়ত  প্রয়োজনে ৫ লক্ষ টাকা খরচ করবে  বলে   প্রতিনিয়ত  ভয় ভিতি দেখিয়ে  যাচ্ছে  স্ত্রীলিমা। আরো, দুঃখের বিষয় হল উজ্জল অপারেশনের রোগী স্বামী উজ্জলের পরিবারটি  দরিদ্র অসহায় ও বটে।  অত্যাচারী জুলুমবাজ স্ত্রী লিমার ঘটনাটি  চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে  বলে  তীব্র নিন্দা জানান এলাকাবাসী সবাই, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।
গ্রাম সালিশ হয়েছে আনুমানিক শতাধিক বার কিছুই মানতে রাজিনা লিমা  স্ত্রী লিমার  অত্যাচারে  অতিষ্ঠ এলাকাবাসী  গ্রাম সালিশে উপস্থিত ছিলেন মেম্বার ওসমান গনি, ও মহিলা মেম্বার লুৎফা বেগম, ও আরো গণ্যমান্য ব্যক্তি  এলাকাবাসী সবাই।
কুমিল্লা সদর কোতয়ালী মডেল থানা  একাধিকবার জিডিও করেছে স্বামী উজ্জ্বল, তারপরেও থেমে থাকেনি স্ত্রীলিমা। ১৪ বছর যাবত চালিয়ে যাচ্ছে পরকীয়া,  অবশেষে ধরা খেয়ে গেল গ্রাম বাসির হাতে।  গ্রাম রাজাপুর পোস্ট রাজেন্দ্রপুর কোতয়ালী মডেল থানা সদর কুমিল্লা।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।