মক্কার হজ্বে খোদা মিলে কোন পাগলে কয়, মুর্শিদ প্রেমে পাগল হইলে খোদা কি দূরে রয়।
১৫ জুন ২০২৪, ৩:২১:১৭
সূফি পর্ব ৭৩
মক্কার হজ্বে খোদা মিলে কোন পাগলে কয়। মুর্শিদ প্রেমে পাগল হইলে খোদা কি দূরে রয়।
খোদা আছে সারা জাহান ব্যাপী অবিশ্বাসে মোহা পাপী। মুর্শিদ তোমার রাসুল হবে দেখলে নিজে নিজের ছবি।
মক্কা, কাশি, বৃন্দাবন সবই তোমার আপনজন। সাধনে থাইকো সারাক্ষন পাইতে তাহার দর্শন। তালাশ করো দেহের ভিতর আছে কোনজনা। মনের ঘরে মুর্শিদ সুজন দেখলে হবে মেরাজে দর্শন।
মুর্শিদের সনে দিল মিশাইয়া ডুরি টানো ঘরে বইসা। মানব সুরত না ভজিলে ইট পাথরের কাবা মিলবে।
মানব ভজলে খোদা মিলবে ইট পাথর যাবে দূরে। মুর্শিদ আমার রেজভী বাবা দূর করিলো মনের সুধা। পাইয়া তাহার দর্শন চিনলাম এখন আমি খাদেম মোস্তফা কোনজন।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।