৭০ বছরের বৃদ্ধ কে বাঁচাতে গিয়ে প্রাণ দিল কাজী সাকিব  পবিত্র ঈদুল আযহার  দিনে ।

১৫ জুন ২০২৪, ৩:৩২:২৮

৭০ বছরের বৃদ্ধ কে বাঁচাতে গিয়ে প্রাণ দিল কাজী সাকিব  পবিত্র ঈদুল আযহার  দিনে  তারিখ 10- 7- 2022 ইংরেজি সময় আনুমানিক বিকাল সাড়ে চারটা রোজ রবিবার।
মরহুম কাজী সাকিব পিতা সাংবাদিক কাজী সাইফুল ইসলাম,  গ্রাম রাজাপুর পোস্ট রাজেন্দ্রপুর ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন ও ৮ নং ওয়ার্ড কোতয়ালী মডেল থানাঃ সদর কুমিল্লা।
পবিত্র ঈদুল আযহার দিনে আনুমান বিকাল সাড়ে চার ঘটিকার সময় ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন। কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর চক্ষু হাসপাতালের পূর্ব পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাইওয়েতে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা হয়।  তথ্য সংগ্রহকারী কাজী সাকিব মোটরসাইকেল চালকের সামনে দিয়ে হঠাৎ করে এলোপাথাড়ি হাইওয়ে রাস্তা পার হওয়ার কারণে, মোটরসাইকেল চালক, তাকে বাঁচাতে গিয়ে নিহত হন,  কাজী সাকিব বাবা, সাংবাদিক কাজী সাইফুল ইসলাম।
কাজী সাকিব কুমিল্লা ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড থেকে তথ্য সংগ্রহ করে বাড়িতে ফেরার পথে শংকরপুর চক্ষু হাসপাতালের কাছাকাছি আসলে তার মোটরসাইকেলের সামনে দিয়ে কোরবানির মাংসর  বেগ,  নিয়ে এক বৃদ্ধ হঠাৎ করে এলোমেলোভাবে দৌড় দেয়। তখন সাকিব হোন্ডা হার্ট ব্রেক করে এবং উল্টে পড়ে যায়। তার মাথায়  এবং বুকে ঘরোতর আঘাত প্রাপ্ত হয় এবং নাকে মুখে কানে দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক জানান ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।  সাংবাদিক কাজী সাইফুল,  আহত বৃদ্ধ,  দেলোয়ারের বাড়িতে যায় তখন তার মেয়ে বলেন আমার বাবা বিজিবিতে চাকরি করা অবস্থা এক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে চোখে কম দেখে এবং কানেও কম শুনে, মানসিক সমস্যা ও আছে। বৃদ্ধর ছেলের শ্বশুরবাড়ি কুমিল্লা কোতয়ালী থানাধীন বড়দৈল গ্রামে।
ওখানে কুরবানির মাংস নিয়ে যাওয়ার পথে শংকরপুর নামক স্থান থেকে হঠাৎ করে মোটরসাইকেলের সামনে দিয়ে বিশ্বরোড পাড়ি দেওয়ার সময় এই দুর্ঘটনাটি  ঘটে। আহত দেলোয়ারের বেয়াই বড়দৈল নিবাঁশি আনোয়ার মিয়ার কাছে গেলে তিনি জানান আমার বেয়াই অসুস্থ তাই আমি মাংস নিয়ে আমার বাড়িতে না আসার জন্য বলেছিলাম, আমাদের কথা অমান্য করে,  আষাঢ় পথে এই দুর্ঘটনা ঘটে। আরো খবর, আপলোডকারীর তথ্য।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।