রাত ৯ টায় কুড়িগ্রাম থেকে রওনা দিয়ে গোবিন্দগঞ্জের জ্যাম ঠেলতে ঠেলতে রাত ২ টা নাগাদ হোটেলে আসি।
১৫ জুন ২০২৪, ৪:২৭:১৮
রাত ৯ টায় কুড়িগ্রাম থেকে রওনা দিয়ে গোবিন্দগঞ্জের জ্যাম ঠেলতে ঠেলতে রাত ২ টা নাগাদ হোটেলে আসি।
তারপর ২.৩০ নাগাদ রওনা দিয়ে যমুনা সেতুর উপর ঘুমায় পড়ি লম্বা সময়ের জন্য। এর পর কোনো রকম ঠেলাঠেলি করে ভুয়াপুর বাইপাসে ডুকি। ভিতরে প্রচুর গাড়ির চাপ সামলায়ইতেই সকাল হয়ে যায়।
এলেঙ্গা কোনো রকম উঠে আর দেখা দেখি নাই,
প্রায় সময় মিটারের কাটা ৩ অংকে উঠায় সকাল ৬.৩০ নাগাদ গাবতলি টেকনিক্যাল মোরে নামায় দেয়।
আর আমাদের আগের গাড়ি গুলো যারা বাইপাসে ডুকে নি সব এখন ও জ্যাম খাচ্ছে। কয়দিন আগে এই বাইপাস নিয়ে বহু কথা হইলো,
দিন শেষে কিন্তু স্টাফরা আপনার সময় বাঁচানোর চেষ্টাই করে থাকে, গাড়ির তৈল বাঁচানোর চিন্তা বাদ দিয়ে।। যাই হোক সুন্দর একটা জার্নি শেষে ঈদের জ্যামের অপেক্ষায় রইলাম, রের শুক্রবার দেখা যাক কতটা জ্যাম অপেক্ষা করছে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।