রেলের জায়গা দখল করে কর্মচারী ও প্রভাবশালীদের বাণিজ্য।
১৫ জুন ২০২৪, ৪:৪৯:৪১
রেলের জায়গা দখল করে কর্মচারী ও প্রভাবশালীদের বাণিজ্য
ব্যবহার হচ্ছে রেলের বিদ্যুৎ ও পানি
আজাদী প্রতিবেদন
নগরীর পাহাড়তলী ১২ নং সরাইপাড়া রেলওয়ে বাজার কলোনির চারপাশে রেলের বিপুল পরিমাণ জায়গা বছরের পর বছর দখল করে বাণিজ্য করছে রেলের কর্মচারী ও স্থানীয় প্রভাবশালীরা। কলোনির প্রায় বাসার আশপাশের খালি জায়গায় অবৈধভাবে ঘর তুলে ভাড়া দেয়ার অভিযোগ রয়েছে রেলের কর্মচারীদের বিরুদ্ধে। শুধু রেলের কর্মচারীরা নন, রেলওয়ে বাজার কলোনির আশপাশে স্থানীয় প্রভাবশীরাও রেলের জায়গা দখল করে বাণিজ্য করছেন। রেলওয়ে কলোনির ভেতরে রেল কর্মচারীদের অবৈধ বাসায় ব্যবহার করা হচ্ছে রেলের বিদ্যুৎ ও পানি। এতে রেলের লাখ লাখ টাকা অপচয় হচ্ছে। সম্প্রতি রেলের এক কর্মচারী ২টি দোকান ও ১৫টির মতো ঘর তুলে ভাড়া দিয়ে বাণিজ্য করছেন। ওমর গনি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও নগর যুবলীগ নেতা নুরুদ্দীন রাসেল আজাদীকে বলেন, পাহাড়তলী রেলওয়ে বাজার কলোনি এলাকার ছেলেমেয়েদের লেখাপড়া ও চিকিৎসার জন্য নিহত যুবলীগ নেতা মহিউদ্দিন সোহেল উদ্যোগ নিয়েছিলেন। তাকে এলাকার একটি চক্র দিনেদুপুরে পাহাড়তলী বাজারে হত্যা করেছিল। পরবর্তীতে মুজিব শতবর্ষ উপলক্ষে আমরা সেই জায়গায় জননেত্রী শেখ হাসিনা ফ্রি মেডিকেল ক্যাম্প, সজীব ওয়াজেদ ফ্রি ওয়াইফাই জোন ও ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও অটিস্টিক শিশুদের জন্য সেবার উদ্যোগ নিই। কিন্তু স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে রেলওয়ের পাহাড়তলী কারখানার কর্মচারী আবদুল মতিন ঘরগুলো দখল করে ভাড়া দিয়েছেন। এই জায়গা এখন সন্ত্রাস ও মাদকের আখড়ায় পরিণত হয়েছে। পুরো এলাকা সন্ত্রাস ও মাদকমুক্ত করার জন্য আমরা সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলাম। ছেলেমেয়েদের লেখাপড়া, স্বাস্থ্য ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। কিন্তু আবদুল মতিনসহ সন্ত্রাসীদের কারণে তা সম্ভব হয়নি।
তবে অভিযাগ অস্বীকার করে আবদুল মতিন বলেন, এই এলাকায় সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে রেলের জায়গা অবৈধভাবে দখল করে খাচ্ছে। তারাই আমার বিরুদ্ধে রেলের জায়গা দখলের মিথ্যাচার করছে। আমি রেলের একজন কর্মচারী। স্বল্প আয়ের মানুষ। আমার বাসার পাশে সামান্য একটু খালি জায়গায় কিছু সাবলেট করেছি। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা মুজিববর্ষের নাম দিয়ে নিজেরাই রেলের বিপুল পরিমাণ জায়গা দখল করার চেষ্টা করছে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।