এবছর বই মেলায় কিংবদন্তী পাবলিকেশন’স থেকে তার লেখা একটা বই প্রকাশ হয়েছিল, বইটির নাম কেমন ছিলো জল্লাদ জীবন।
৩০ জুন ২০২৪, ৯:৩৮:২৯
জল্লাদ শাহজাহান ভূঁইয়া।
এবছর বই মেলায় কিংবদন্তী পাবলিকেশন’স থেকে তার লেখা একটা বই প্রকাশ হয়েছিল, বইটির নাম কেমন ছিলো জল্লাদ জীবন।
মেলার কিংবদন্তী প্রকাশনীতে আমার লেখাও একটি বই ছিলো। বই মেলার প্রায় ১৫ দিন আমি কিংবদন্তী স্টলে বসেছি। জল্লাদ শাজাহানের সাথে আমার কিংবদন্তীর স্টলেই পরিচয়। তার দীর্ঘ জেল জীবন, জল্লাদ হওয়ার গল্প,ফাঁসি দেওয়ার সময় তার মনের অবস্হা, ফাঁসির সময় আসামীর ক্রিয়া এসব বিষয় তার কাছে জানতে চেয়েছি।
সে খোলামেলা ভাবে আমার কথার উত্তর দিয়েছে। এক দিন আমি তাকে জিজ্ঞেস করলাম, মুক্ত জীবন কেমন লাগছে? সে মাথা নিচু করে বললো, ভালো না। আমার কেউ নাই। কিচ্ছু নাই। ভালো লাগে না। আমি বোকার মত তার দিকে তাকিয়ে রইলাম। আহারে জীবন! জীবনের ৪০ বছরেরও বেশি সময় জেলের চার দেয়ালের ভিতর কাটিয়ে মুক্ত জীবন পেয়েও বলে ভালো লাগেনা! আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, কি করলে আপনার ভালো লাগবে? সে সাথে সাথে উত্তর দিলো, মরে গেলে।
জল্লাদ শাজাহান আজ দুপুরে মরে গেছে। তার চাওয়া পূরণ হয়েছে। ওপারে ভালো থাকবেন জল্লাদ শাজাহান।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।