দ্রব্যগুলো ঝগড়া করে কাহার বেশি মূল্য  আদা বলে কেউ হবে না আমার সমতুল্য।

২ জুলাই ২০২৪, ৮:৩৮:০৩

দ্রব্যগুলো ঝগড়া করে কাহার বেশি মূল্য  আদা বলে কেউ হবে না আমার সমতুল্য। আমার মূল্য উর্ধ্বে ওঠার গতি এতই তেজী দুই তিন লাফে হইছি আমি তিন শ টাকা কেজি।
এলাচ বলে দেখো দেখো কয় কি বো*কা আদা আমার দামটা আজও বোধ হয় জানে না এই গা*ধা।  কান খুলে শোন পা*গলা আদা শোনরে বো*কা হা*বা দামের জন্য সারাদেশে এলাচ সবার বাবা। পেঁয়াজ বলে বো*কা এলাচ রাখো তোমার গল্প তোমার দামটা বেশি হলেও লাগে তোমায় অল্প৷  দামটা আমার কম থাকিলেও লাগি বেশি আমি  এই হিসেবে আমি হলাম সবার চেয়ে দামি।
সয়াবিন তেল উঠে বলে হায়রে বোকার দল  আমি থাকতে তোরা কেন ঝগড়া করিস বল।  আশি থেকে দুই শ হইছে মাত্র যে এক রাতে  কান্নাকাটি করেও তোরা পারবি কি তার সাথে! সাদা চিনি বলেন তোরা ঝগড়াঝাঁটি ছাড় চা ওয়ালারে  জিগাও গিয়া মূল্য বেশি কার।  দামের জন্য আমার সাথে কেহ পারবি না,  আমার ঠেলায় দেশে এখন দশ টাকা কাপ চা।
আড়াল থেকে মুচকি হেসে কইছে গরুর গোস্ত, দাম নিয়ে এই ঝগড়া বিবাদ বাদ দে তোরা দুস্ত গরিবদেরকে গিয়া আমার দামটা জিজ্ঞেস কর, ওরাই কইবো আমার কি দাম আমি যে কি দর। এমনি করে নিত্যদিনের সকল দ্রব্য মিলি,  কাহার মূল্য বেশি নিয়া লাগলো কিলা কিলি। হাটে  গিয়ে দ্রব্যদের এই মারামারি দেখে, দৌড়ে এসে জান বাঁচালাম বাজার করা রেখে। দ্রব্যের দাম ফেরদৌস আহমেদ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।