মিরপুর ১৩ এই ফলের দোকানে ৩০ টাকার পেয়ারা বানানো খাওয়ার জন্য ১০ মিনিট লাইনে দাঁড়ানো লাগছে, এটা আজকের চিত্র নয় প্রতিদিন এখানে। 

২ জুলাই ২০২৪, ৮:৫৭:৪১

মিরপুর ১৩ এই ফলের দোকানে ৩০ টাকার পেয়ারা বানানো খাওয়ার জন্য ১০ মিনিট লাইনে দাঁড়ানো লাগছে, এটা আজকের চিত্র নয় প্রতিদিন এখানে। 
সিরিয়াল ছাড়া খাওয়া সম্ভব না  এর কারন কোয়ালিটি প্লাস সিক্রেট মশলা সবমিলিয়ে এখানের মত পেয়ারা বানানো আমাদের এলাকায় নেই। ডেইলি সেল ১৫-২০ হাজার। লাভের বিষয়টা হিসাব নিকাস করে নেন। সব খরচ বাদ দিয়ে মান্থলী ৪৫ হাজারের মত থাকে নাকি।
ভাই চাকরির পিছনে ছুটে বেকার বসে না থেকে মাথা দিয়ে চিন্তা কর। গ্রাজুয়েশন কম্পিট করে ১৫ হাজার বেতনে চাকুরী করে কি করবা?  নিজে চলবা নাকি ফ্যামিলি চালাবা?  না বিয়ে সাদি করবা। কপালে কিছুই থাকবে না। ক্রিয়েটিভ চিন্তা কর, মান ইজ্জতের কথা বাদ দেন ভাই । চাকুরী খুজতে থাকো পাশাপাশি কিছু করো না খেয়ে থাকতে হবে না।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।