কাগজে-কলমে ‘আম্মাজান’ ছবির ২৫ বছর পূর্ণ হলো।

৪ জুলাই ২০২৪, ৯:১৪:০৬

কাগজে-কলমে ‘আম্মজান’ ছবির ২৫ বছর পূর্ণ হলো। ১৯৯৯ সালের ২৫ জুন ছবিটি মুক্তি পেয়েছিল। ব্লকবাস্টার এ ছবিটি তখনকার ইন্ডাস্ট্রিতে অনেক প্রভাব ফেলেছিল স্পেশালি মান্না-র একটা প্রভাব নতুন করে ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছিল।
ছবিটি নির্মাণের আগে অভিনেতা অভিনেত্রীর কাস্টিং নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। প্রযোজক ডিপজল এর সাথে তখন মান্না-র একটা বিরোধ চলছিল। সে জন্য ডিপজল চেয়েছিল ছবিতে রুবেলকে নেবে। কিন্তু পরিচালক কাজী হায়াৎ সাফ জানিয়েদেন, মান্না ছাড়া তিনি এ ছবি করবেন না। কারণ, তাঁর বিশ্বাস ছিল মান্না ছাড়া চরিত্রটি পারফেক্ট হবে না। সে দিনই মান্না ডিপজলের সাথে দেখা করে কথা বলে। ডিপজল পরিচালককে জানিয়ে দেয় মান্না-ই চূড়ান্ত।
ছবিতে ‘আম্মাজান’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লিজেন্ডারি অভিনেত্রী শবনম। মা ভক্ত ছেলের ভূমিকায় থাকে মান্না। মায়ের ইচ্ছাকে অপূর্ণ রাখতে দেয় না, মায়ের সম্মানে যে কোনো কাজ সে করতে পারে। মা তাকে একটা কারণে ছোট বেলা থেকে বড় পর্যন্ত ভুল বোঝে। অন্যায়ের প্রতিবাদ করা মান্না-র প্রধান বৈশিষ্ট্য ছিল ছবিতে। সাইকো,প্রতিবাদী  বলিষ্ঠ ভূমিকায় মান্না তাঁর কমার্শিয়াল ছবির মধ্যে সেরা অভিনয় করেছিল। ডিপজলের সাথে দ্বন্দ্বে ছবির শেষপ্রান্তে মান্না’কে জীবন দিতে হয়। মায়ের সাথে তার শেষ কথোপকথনটি ছিল হৃদয় বিধারক। অ্যাকশন দৃশ্য গুলোতে বিশেষ করে মাকে ছোট বেলায় অসম্মান করার জন্য অন্যতম দায়ী জ্যোতিষী কে হত্যা এবং ধর্ষককে মেরে তারই দাফনের জন্য খাটিয়া ধরা এ গুলো অনবদ্য ছিল। মান্না’র চোখ কথা বলে ছবিতে।
অভিনেত্রী শবনম তখনকার পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎ কারে বলে ছিলেন-আম্মাজান ছবি করার পর মনে হয়েছে মান্না’র মা হবার জন্যই বোধ হয় আমার জন্ম হয়েছে। কতটা ভালো লাগা থাকলে এমন বলা যায়!
ব্যক্তিগত অভিজ্ঞতায় যা দেখেছি সিনেমাহলে দর্শকের হাঁটার জন্য সিটের মাঝে যে জায়গাটা থাকে সেগুলোতেও মেঝেতে বসে দর্শক ছবিটা দেখেছিল এত হাইপ ছিল। অলটাইম ফেভারিট লিস্টে থাকবে এ ছবি।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।