একসময় এই পেশাটি কতো রমরমা ছিলো কোর্টের চারিদিকে সরকারী অফিস চত্বর, ডাকঘর, যেকোনো জনবহুল এলাকা, রাস্তার পাশে কোনো বাড়ির বারান্দা- এইসব জায়গায় এই মানুষগুলোকে দেখা যেতো।
১২ জুলাই ২০২৪, ৯:৫৪:৪৭
একসময় এই পেশাটি কতো রমরমা ছিলো কোর্টের চারিদিকে সরকারী অফিস চত্বর, ডাকঘর, যেকোনো জনবহুল এলাকা, রাস্তার পাশে কোনো বাড়ির বারান্দা- এইসব জায়গায় এই মানুষগুলোকে দেখা যেতো।
অল্প একটু জায়গা, একটা ছোট টেবিল, একটা চেয়ার, একটা টাইপ মেশিন- ঝড়ের গতিতে দিবারাত্রি টাইপ করে যাচ্ছেন। কি অসম্ভব হাতের স্পীড, টাইপ মেশিনের কি-বোর্ড এর দিকে না তাকিয়ে শুধুমাত্র অনুমানশক্তির ওপর ভর করে নির্ভুলভাবে টাইপ করে চলেছেন। মানতেই হবে, এটা একটি দারুন প্রতিভা।
শুধু কি টাইপ করা, যারা টাইপ করতেন তাদের দারুন ভাষা জ্ঞান ছিলো। যেকোনো চিঠি লেখা, ড্রাফটিং ইত্যাদি নির্ভুলভাবে করতে পারতেন। কি সুন্দর ইংরেজি লেখার ছন্দ, কোনো বানান ভুল হতো না।
আজ ওনারা হারিয়ে গেছেন সমাজ থেকে, দেশ থেকে। এখনও দেখা যায়, তবে খুবই কম। আগামী দিনে একেবারেই লুপ্ত হয়ে যাবে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।