কুমিল্লার বারোপাড়া এলাকায় রাশিদা আক্তার নামে এক নারী নিখোজ হয়েছে।
৩০ জুলাই ২০২৪, ৮:০৬:৪২
কুমিল্লার বারোপাড়া এলাকায় রাশিদা আক্তার নামে এক নারী নিখোজ হয়েছে। ৫ফুট উচ্চতার নিখোঁজ ওই নারীর বয়স প্রায় ৪১বছর। তার গায়ের রং ফর্সা।
নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রংয়ের কামিজ, নীল রংয়ের সালোয়ার ও গোলাপী রংয়ের ওড়না। তার পিতার নাম আব্দুর রাজ্জাক, মাতার নাম সুফিয়া খাতুন। তিনি বারোপাড়া এলাকার প্রবাসী মো: রিপন মিয়ার স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় নিজ বাসা থেকে কেনাকাটার উদ্দেশ্যে টমছমব্রিজ যাবার পথে নিখোঁজ হন তিনি। দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও রাশিদা ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। পরিচিত নিকটাত্মীয়দের বাসায়ও যাননি তিনি। নিখোঁজ রাশিদার মামাতো ভাই তোফাজ্জল জানান, শান্ত প্রকৃতির রাশিদা শারীরিকভাবেও কিছুটা অসুস্থ। তার ছোট দুটি সন্তান রয়েছে।
রাশিদা আক্তারকে সন্ধান না পেয়ে কোতয়ালী থানায় সাধারন ডায়েরী করেছেন তার ভাই মোঃ মাহফুজুর রহমান। কুমিল্লা কোতয়ালী মডেল থানার জিডি নং-১০৭৭, তারিখ: ১৩/০৭/২০২৪ইং। কেউ তার সন্ধান পেলে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তিনি। ০১৭১১৭৮৫৪৫৬, ০১৭১৬০৫৭০১৮
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।