মিউনিখ সম্মেলনের দ্বিতীয় দিনে – বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে।
মোহাম্মদ আবু কাউসার তুষার – সূএ তথ্য মতে জানায় – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার – এর – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলন – এর – দ্বিতীয় দিন কর্মব্যস্ত সময় কাটিয়েছেন। প্রথম দিনের মত দ্বিতীয় দিন’য়ো সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রধানমন্ত্রী গত’কাল শনিবার ১৭ ই ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে বিকেলে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফ’য়ে জার্মানির চ্যান্সেলর ওলাফ শ্লোজের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই নেতা দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। বৈঠককালে ওনারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী নেদারল্যান্ড – এর – প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। একই স্থানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এর – আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী গত শুক্রবার কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।