আন্তর্জাতিক প্রতারক সৈয়দ আব্দুর রহমান তিয়ান্ শির লিডার ও ট্রেইনার ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামী ২০২০ সাল থেকেই পলাতক।
২৫ আগস্ট ২০২৪, ৭:১৩:৩০
এই সেই ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামি আন্তর্জাতিক প্রতারক সৈয়দ আব্দুর রহমান তিয়ান্ শির লিডার ও ট্রেইনার ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামী ২০২০ সাল থেকেই পলাতক।- আনুমানিক হাজারো মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এই প্রতারক রহমান।
সৈয়দ আব্দুর রহমান পিতা মৃত সৈয়দ আব্দুল কাইয়ুম গ্রাম রসুলপুর পোস্ট সদর রসুলপুর কোতয়ালী মডেল থানা সদর জেলা কুমিল্লা।—- প্রতারক রহমানকে সবাইতো বস মানতো তার জন্যই হাজার হাজার মানুষ সবাই ভেবেছিল বস তো আর ছাত্রদের টাকা আত্মসাত ও প্রতারণা করবে না কিন্তু আমরা তো তাকে বিশ্বাস করেছিলাম বিশ্বাস ভেঙ্গে চুর মার করে দিয়ে আমাদের সবার পেটে লাথি দিল প্রতারক সৈয়দ আব্দুর রহমান।
এই আন্তর্জাতিক প্রতারক সৈয়দ আব্দুর রহমান থেকে– দয়া করে সবাই সতর্ক থাকবেন। এইটা ছিল রহমানের প্রতারণার আগের মোবাইল নাম্বার। এইটা- 01912- 876 121
প্রতারণার পরেই মোবাইল নাম্বার বন্ধ করে দিয়েছে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।