নাবিলের চিকিৎসা চলছে এবং নাবিলের ইচ্ছে ছিলো বাংলাদেশ সেনাবাহিনী কে স্যালুট দিবে দুই চোখে সরাসরি দেখবে।

২৫ আগস্ট ২০২৪, ৭:২৮:০৫

নাবিলের একটা স্বপ্ন ছিলো বাংলাদেশ সেনাবাহিনী কে স্যালুট দিবে, খুব কাছে থেকে সে সেনাবাহিনী কে দেখবে।
গতকাল নাবিল কে দেখতে মেজর মুদাব্বীর এবং তাহার সাথে কিছু সেনাবাহিনীর সদস্য তাকে দেখার জন্য আসেন। কিন্তুু ঐ সময় নাবিল কে (অপারেশন থিয়েটারে)  নিয়ে যাওয়ায় আমাদের সেনাবাহিনী ভাইয়েরা অপেক্ষা করে চলে গিয়েছিলেন। কিন্তু নাবিলের ইচ্ছেটা পূরণ হয়েছিল না তাই আজকে আবারো চলে আসেন নাবিল কে দেখতে।
১৯ জুলাই যাত্রাবাড়ি নাবিলের ডান পায়ে গু**লি লাগে। নাবিলের চিকিৎসা চলছে এবং নাবিলের ইচ্ছে ছিলো বাংলাদেশ সেনাবাহিনী কে স্যালুট দিবে দুই চোখে সরাসরি দেখবে।
আজ নাবিল সেনাবাহিনীদের কাছে পেয়ে কান্না করে এবং তাদের স্যালুট দেয়। আমি খেয়াল করছিলাম ঐ সময় সবার চোখে পানি ঝলমল করছিল ভালোবাসা হয়তো এভাবেই সৃষ্টি।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।