লেখাপড়া করছো যারা চাকরির কারনে, তাদের পড়া বয়ে যাবে বৃথা অকারনে।

২৫ আগস্ট ২০২৪, ৭:৩৭:০৭

লেখাপড়া করছো যারা চাকরির কারনে, তাদের পড়া বয়ে যাবে বৃথা অকারনে।
পড়াশোনা মানে নহে চাকরীর সন্ধান, পড়াশোনা মানে জ্ঞান-মনুষ্যত্ব বিচরণ।
বড় বড় চাকরি করে হয়ে উকিল-জজ , হবে না তাতে কিন্তু দেশের কোনো লাভ- যদি না পড়ে সমাজে মানবতার প্রভাব, মনুষ্যত্বের পরিচয় দেয় মানবিক স্বভাব।
কর্ম যে করে কেবল ফলের আশা করে, তার কর্ম স্বার্থে কেবল,নাই কো নিস্বার্থে।
তার কেবল ফল চাই,কর্মে তার নাই মন, তার কেমনে খুলিবে তবে জ্ঞানের নয়ন।
কর্ম করো নতুন প্রজন্ম, সময় মতো চলো, তুমি কেনো? ফলই তোমারে করবে ফলো।
সৎ হও, ধার্মিক হও, বাবা-মার কথা শোনো, প্রতিদিনে পড়া প্রতিদিন মন দিয়ে শেখো।
কবিতাঃ বড় মানুষ হও।
কলমেঃ রিপন দাস।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।