ভারতের ফারাক্কার পানির সুইচগেট গোপনে গভীর রাতে মানুষকে ঘুমন্ত অবস্থায় রেখে ছেড়ে দিয়েছে এইজন্য বাংলাদেশ পানিতে তলিয়ে গেছে।
২৭ আগস্ট ২০২৪, ৭:১৫:৪১
ভারতের ফারাক্কার পানির সুইচগেট গোপনে গভীর রাতে মানুষকে ঘুমন্ত অবস্থায় রেখে ছেড়ে দিয়েছে এইজন্য বাংলাদেশ পানিতে তলিয়ে গেছে।
তারিখ ২১/৮/ ২০২৪ ইংরেজি রোদ বুধবার।>
হে আল্লাহ রাসূল পাক বাংলাদেশ ও সারা পৃথিবীর মানুষকে হেফাজত ও রহম করেন আমিন।- আনুমানিক পাঁচ কোটি মানুষ পানিবন্দিতে রয়েছে একাধিক মানুষ মৃত্যুবরণ করেছে।
সাম্প্রতিক আকস্মিক বন্যায় কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যার্তদের মাঝে র্যাব-১১ কর্তৃক মানবিক সহায়তা প্রদান।
সাম্প্রতিক সময়ে কয়েক দিনের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সহ বেশ কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সর্বগ্রাসী রূপ দেখলো কুমিল্লা জেলাবাসী। কয়েকদিনের ভারী বর্ষণে ডুবে গেছে কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার অধিকাংশ এলাকার বাড়ি ঘর, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
অদ্য ২৬ আগস্ট ২০২৪ তারিখ দিনব্যাপী র্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বানভাসি মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ফকিরবাজার উচ্চ বিদ্যালয়, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারী কলেজ, ছয়গ্রাম আলীম মাদ্রাসা, দক্ষিণগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাচড়া উচ্চ বিদ্যালয় এর আশ্রয়কেন্দ্রে বন্যার কারণে আশ্রয় গ্রহণ করা অসহায় মানুষদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। এসময় তাদের মাঝে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। উক্ত মানবিক সহায়তা প্রদানকালে প্রায় ১৫ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়।
বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে খাদ্য সংকট, পানীয় জলের দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন ধরণের পানিবাহিত রোগের ব্যাপারে র্যা ব ফোর্সেস জনমানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদেরকে যে কোন মানবিক সহায়তা প্রদানের র্যা বের প্রতিটি সদস্য দেশাত্মবোধ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। র্যা ব ফোর্সেস এর বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও প্রয়োজনীয় ঔষধ প্রদানসহ উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।