ভারতের ফারাক্কার পানির সুইচগেট গোপনে গভীর রাতে মানুষকে ঘুমন্ত অবস্থায় রেখে ছেড়ে দিয়েছে এইজন্য বাংলাদেশ পানিতে তলিয়ে গেছে।
২৯ আগস্ট ২০২৪, ৯:৩১:২৯
ভারতের ফারাক্কার পানির সুইচগেট গোপনে গভীর রাতে মানুষকে ঘুমন্ত অবস্থায় রেখে ছেড়ে দিয়েছে এইজন্য বাংলাদেশ পানিতে তলিয়ে গেছে।
তারিখ ২১/৮/ ২০২৪ ইংরেজি রোজ বুধবার।
ফেনিতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সেনাপ্রধান।
কুমিল্লা’র ভয়েস সত্যের সন্ধানে এরকম নতুন নতুন আপডেট নিউজ পেতে ফলো দিয়ে সাথেই থাকুন।
ফেনী জেলার ছাগলনাইয়াতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি।
মঙ্গলবার দুপুরে পরিদর্শনকালে তিনি ফেনী জেলার ছাগলনাইয়া এবং তৎসংলগ্ন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এরপর বন্যা দুর্গতদের কাছ থেকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর চাহিদা সম্পর্কে অবহিত হন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে চলমান উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমকে অধিকতর ফলপ্রসু করার লক্ষ্যে করণীয় বিষয়সমূহ সম্পর্কে মতবিনিময় করেন। এসময় তিনি উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজে নিয়োজিত সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনে জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।- উল্লেখ্য, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।