মোতায়ল্লী সমিতি বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ।

৩১ আগস্ট ২০২৪, ৩:৩৫:২২

মোতায়ল্লী সমিতি বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ।

 

বুড়িচংস্হ কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজ বন্যার্তদের জন্য আশ্রয় কেন্দ্রে এাণ এবং শুকনো ও রান্না করা খাবার মোতায়ল্লী সমিতি বাংলাদেশ।

 

কুমিল্লা জেলা শাখা কর্তৃক এাণ বিতরণ করেছেন। কুমিল্লা জেলা শাখার মোতয়াল্লী (সভাপতি ) ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোতায়ল্লী সার্বিক নেতৃত্বে এবং তত্ত্বাবধানে অধ্যক্ষ কাজী বেলাল আহমেদ সহ কুমিল্লা জেলার বিভিন্ন ওয়াকফ স্টেট করিমুন্নেছা গোবিন্দপুর পশ্চিমপাড়া কাজী বাড়ি জামে মসজিদ ওয়াকফ স্টেট এর মোতয়াল্লী অধ্যক্ষ কাজী বেলাল আহমেদ খান মোরশেদ চৌধুরী, হাজী মো: আলমগীর হোসেন আলম নায়েবে মোতায়ল্লী কাম- সেক্রেটারী, সৈয়দ ওসমান হায়দার চৌধুরী ওয়াকফ স্টেট পূর্ব বাগিচা গাঁও সদর কুমিল্লা। ওবায়েদুল হক ওবায়েদ, শহীদুল্লাহ,আব্দুল জলিল, জাকির হোসেন মোহন, সাইফুল ইসলাম, সহ স্থানীয় এলাকার বাকশিমুল ইউনিয়নের নাঈমুল আলম রাসেল এলাকার যুব সমাজ ডাক্তার মোঃ আবুল ফজল মেহেদী সহ অনেক ব্যক্তিত্ব গনেরা সাথে থাকিয়া আশ্রয়স্থানে ওয়াকফ স্টেট এর মোতায়ল্লী সমিতি বাংলাদেশ বৃহত্তর কুমিল্লা জেলা শাখার উদ্বেগে বন্যাত্বের মাঝে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করেন ।

 

উল্লেখ্য যে গত ২৬,৮,২০২৪ ইং তারিখের স্থানীয় একটি একটি হোটেলে মোতায়ল্লী সমিতি বাংলাদেশ বৃহত্তর কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ কাজী বেলাল আহমেদের নেতৃত্বে এক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ কাজী বেলাল আহমেদ সভাপতি মোতায়ল্লী সমিতি বাংলাদেশ কুমিল্লা জেলা মোতয়াল্লী সংগঠনের সদস্যগন উপস্থিতির মাধ্যমে কুমিল্লা জেলায় বন্যা দুর্গতদের এাণ দেওয়ার উদ্যেগ গ্রহণ করা হয়েছে কুমিল্লা জেলার বিভিন্ন ওয়াকফ স্টেটের মোতয়াল্লী গণের সার্বিক সহযোগিতায় সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার বিষয়টিকে কুমিল্লা পূর্ব বাগিচাগাঁও বড় জামে মসজিদের সেক্রেটারি এবং নায়েবে মতোয়াল্লি হাজী মোহাম্মদ আলমগীর হোসেন আলম এাণ দেওয়ার বিষয়টিকে সাধুবাদ জানান। সভায় উপস্থিত ছিলেন মোর্শেদ চৌধুরী, ওবায়দুল হক ওবায়েদ, জয়নাল আবদীন জনি মোহাম্মদ আব্দুল মাজেদ আলমগীর হোসেন আলম কাজী সাইফুল সহ অন্যান্য ব্যক্তিত্ব উপস্থিত থেকে উক্ত সভাটিকে সাফল্যমন্ডিত করে তুলেন।

 

বন্যার্তদের এাণ দেওয়ার বিষয়টি মোতাওয়াল্লি সমিতি বাংলাদেশ মহাসচিব আলমগীর কবির পাটোয়ারী সহিত মোবাইলে সর্ব সদস্যের সহিত আলোচনাক্রমে আগামী বুধবার স্থানীয় একটি বন্যার্ত এলাকায় এাণ দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।উক্ত সময়ে বন্যার্তদের মাঝে তিনি উপস্থিত থেকে এাণ বিতরণ সাহায্য সহযোগিতা করার আশ ব্যক্ত প্রকাশ করেছেন ।তারই ধারাবাহিকতা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের বিষয়টি সিদ্ধান্ত গৃহিত হয় ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।