অতর্কিত হামলা সাংবাদিক কাজী সাইফুল এর পরিবারের সবার উপর।
পুলিশ সেবা ৯৯৯- এ ফোন করিলে ঘটনাস্থলে পুলিশ আসে Asi মেহেদী হাসান।> অধিকারে প্রবেশ করে অতর্কিত হামলা সাংবাদিক কাজী সাইফুল এর পরিবারের সবাইয়ের উপর। ঘটনার তারিখ ও সময় ১০/৭/২০২৪ ইংরেজি রাত প্রায় ১০:০০ ঘটিকায়।
বরাবর
অফিসার ইনচার্জ
কোতয়ালী মডেল থানা
কুমিল্লা।
বিষয়- অভিযোগ।
বাদী- রীনা আক্তার (৩৮), স্বামী- কাজী সাইফুল ইসলাম, সাং- রাজাপুর, পোঃ রাজেন্দ্রপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
বিবাদী- ১। বিল্লাল (২৫), ২। কাদের (২৬), উভয় পিতা মৃত- বাচ্চু মিয়া, ৩। নিহার (১৮), পিতা- অজ্ঞাত, সর্ব সাং- নোয়াপাড়া, ৪। পাখী (৩২), স্বামী- জহিরুল ইসলাম, ৫। জান্নাত (১৮), পিতা- জহিরুল ইসলাম, ৬। সরোয়ার মিয়া (৬০), পিতা মৃত- সামছুল হক, ৭। জহিরুল ইসলাম (কাতার প্রবাসী) (৪২), পিতা মৃত- চাঁন মিয়া, সর্ব সাং রাজাপুর, পোঃ রাজেন্দ্রপুর, ৮। তাজুল ইসলাম (৪০), পিতা মৃত- সাহেব আলী, ৯। জনি (২৬), পিতা মৃত- বিল্লাল হোসেন, ১০। নজীর (৩২), পিতা- রফিক, সর্ব সাং- খেতাসার, সর্ব থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লাসহ অজ্ঞাতনামা ১৫/২০জন।
সাক্ষী-১। উজ্জল (৩৫), পিতা মৃত- সেলিম, ২। জনি (৩৭), পিতা মৃত- মন্তাজ উদ্দিন, ৩। জেছমিন (২৬), স্বামী- জুম্মান, ৪। আয়শা বেগম (৩৫), স্বামী- মোঃ জনি মিয়া, সর্ব সাং- রাজাপুর, পোঃ রাজেন্দ্রপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
ঘটনার তারিখ ও সময়- ১০/০৭/২০২৪ ইং তারিখ রাত প্রায় ১০:০০ ঘটিকায়।
ঘটনাস্থল- কোতয়ালী মডেল থানাধীন ৩নং দক্ষিণ দূর্গাপুর ইউপি রাজাপুর সাকীনের বাদীর উল্লেখিত ঠিকানার বসত-বাড়ীতে।
জনাব
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন আমি নিম্ন স্বাক্ষরকারী বাদী রীনা আক্তার থানায় হাজির হইয়া উল্লেখিত বিবাদী বিল্লাল, কাদের, নিহার, পাখী, জান্নাত, সরোয়ার মিয়া, জহিরুল ইসলাম, তাজুল ইসলাম, জনি, নজীর এবং বিবাদীদের সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ করিতেছি যে, উল্লেখিত বিবাদীগণ এবং বিবাদীদের সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীগণ আমার একই এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। বিবাদীদের সহিত একই এলাকায় বসবাসের বিভিন্ন বিষয়াদী নিয়ে বিবাদী জহির ইসলাম কাতার প্রবাস থেকে মোবাইল ফোনে হুকুম দেওয়ায়, উল্লেখিত বিবাদীগণ আমার ও আমার পরিবারের লোকজনদের সহিত শত্রুতা পোষন করিয়া আসিতেছে। বিবাদীদের সহিত প্রতিবাদ করিলে শান্তি ভঙ্গসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা বিধায় নীরবে সব সহ্য করিয়া আসিতেছি। এরই জের ধরে পূর্ব শত্রুতা মূলে উল্লেখিত বিবাদীগণ এবং বিবাদীদের সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীদেরকে, বিবাদী জহির পূর্ব শত্রুতা মূলে কাতার প্রবাস থেকে মোবাইল ফোনে হুকুম দেওয়ায়, উল্লেখিত সকল বিবাদীগণ বেআইনী জনতাবদ্ধে হাতে লাঠি-সোটা লইয়া আমার বসত-বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া আমাদেরকে গাল মন্দ বলিতে থাকে। আমরা বিবাদীদের সহিত প্রতিবাদ করিলে বিবাদীগণ আমাদেরকে এলোপাতারিভাবে কিল, ঘুষি মারিয়া আমাদের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। বিবাদীগণ আমাদের বসত-ঘরের স্টীলের দরজা ও জানালার কাচ পিটাইয়া ভাংচুর করিয়া প্রায় ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকার ক্ষতি সাধন করিয়াছে। বিবাদীগণ আমাদের ঘরের বারান্দায় থাকা ২টি হাতুরী এবং গ্যাসের চুলার রিং ও পাথর যাহাদের মূল্য প্রায় ১,৫০০/= (এক হাজার পঁচাশত) টাকা নিয়ে যায়। আমাদের শোর-চিৎকার শুনিয়া আশে-পার্শ্বের লোকজন জড়ো হইলে বিবাদীগণ আমার স্বামীকে এবং আমাদেরকে একা নির্জনে চলাচলের সময় মারপিট করিয়া হত্যা করিবে মর্মে প্রকাশ্যে ভয়-ভীতি প্রদর্শন করিয়া আমার বাড়ীতে মোহড়া দিতে থাকে, আমি জরুরী পুলিশ সেবা ৯৯৯ এ ফোন করিলে, নিয়োজিত পুলিশ ঘটনাস্থলে গেলে বিবাদীগণ দিক বেদকি ছুটা-ছুটি করিয়া দৌড়াইয়া চলিয়া যায়। বিবাদীগণ খুবই খারাপ এবং উশৃংখল লোক বিধায় স্থানীয় লোকজন বিবাদীদের বিচার সালিশ করিতে রাজী না।
অতএব উপরোক্ত বিষয়ের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জনাবের সদয় মর্জি হয়।
নিবেদক
(রীনা আক্তার)
০১৭৬৬-৬০৬০৩৮
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।