পাইল চেক বা তদারকি (১০ পর্ব)

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১৩:২৩

টাইমলানে রেখেদিন চাকরি জীবনে অবশ্যই প্রয়োজন হবে বাস্তব অভিজ্ঞতা পাইল ঢালাই করার সময় একজন সাইট ইঞ্জিনিয়ারকে যে সবদিক গুলোর প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন…
🖊প্রথমত সেন্টারিং ঠিকভাবে হচ্ছে কিনা পর্যবেক্ষণ করতে হবে।।
🖊ডিজাইন অনুযায়ী কলামের পজিশন থকে পাইলের পজিশন ভালোভাবে মেপে ঠিক করে নিতে হবে।
🖊পাইলের কেন্দ্রের পজিশন ঠিকভাবে নির্ণয়ের পর সেই পাইল পয়েন্টে মাটিতে চিহ্ন স্বরূপ রড গেথে দিতে যাতে পাইলের জন্য বোরিং বা ঢালাইয়ের সময় তার সেন্টার এর অবস্থান খুজে পেতে সমস্যা না হয়।
🖊কলাম থেকে পাইলের সেন্টার বা কেন্দ্র সূক্ষ্মভাবে নির্ণয় করে নিতে হবে যেটাকে পাইল পয়েন্ট বলা হয়।
🖊মাটির নিচে পাইল করার জন্য বোরিং করা হয়। যে মেশিন দিয়ে করা হয় তার একটা অংশ হলো চিসেল যার মাধ্যমে সেন্টারিং করা হয়।চিসেল এর পানির ফোটা যখন পাইল পয়েন্টের ঠিক উপর পড়বে তখনই বুঝতে হবে সেন্টারিং হয়েছে।
🖊একটি পাইল ঢালাইয়ের পর সাথে সাথে তার ১০ ফুট এর মধ্যে থাকা অন্য কোন পাইল ঢালাই করা যাবেনা।
🖊পাইলের গভীরে ২.৫ থেকে ৩ ফুট ফলস ঢালাই দিতে হয়।
🖊৩০-৪০ মিনিট ওয়াশ এর সময় রাখা ভালো।
🖊পাইলের রড গুলোর লেভেল ঠিক আছে কিনা তা চেক করে দেখতে হবে।
🖊ডিজাইন অনুযায়ী ঠিক গভীরতায় বোরিং হচ্ছে কিনা তা লক্ষ্য রাখতে হবে।
ধন্যবাদ,

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।