শিশু থেকে বৃদ্ধ সবার জন্য সময়োপযোগী লেখা।

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১৬:৪৭

দুই বন্ধু সকালে স্কুলে যায়, বিকেলে হাওয়াই নিয়ে বের হয় লেখাপড়ার খরচ যোগাতে। ওদের কথা শুনে আদর করি, পরিবারের খোঁজ নেই, উৎসাহ দেই- মন দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেই।
মাদার তেরেসা, ফিদেল কাস্ত্রো ও আগরতলা সাহিত্য এ্যাওয়ার্ড প্রাপ্ত- পুলিশ কবি সেলিম মিয়ার লেখা কবিতা গল্প উপন্যাস ০৫ টি গ্রন্থ।
১. পদ্যের প্রণয়ী গদ্যের ফুলশয্যি- কবিতা। ৩০০/টাকা
২. দোলে না দোল না- উপন্যাস। ২৫০/টাকা
৩. মুজিব বর্ষে মুজিব আদর্শে- গল্প।/=২০০ টাকা
৪. কুমার নদীর বাঁকে – কবিতা। ২০০/= টাকা
৫. পুলিশ নিন্দিত না নন্দিত- ১০ টি ছোট গল্প নিয়ে গ্রন্থ ৩৬০/টাকা
একত্রে ০৫ টি নিলে বিশেষ মূল্য ছাড়।

শিশু থেকে বৃদ্ধ সবার জন্য সময়োপযোগী লেখা।
যোগাযোগ করুন সেলিম মিয়া 01715637708. আপনার ঠিকানা দিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন।
লেনদেন বিকাশ পার্সোনাল ০১৬১০২৬৬৮৮১.
শেয়ার করে প্রচার করার জন্য অনুরোধ করছি।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।