বৃদ্ধা মা’কে মারধর করে ঘর থেকে বাহির করে দিল সন্তান ও পুত্রবধূ।

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩:৩৯

কুমিল্লা প্রতিনিধি :

সন্তান কতটা নিষ্ঠুর হলে মা’ কে মারধর করে ঘর থেকে বাহির করে দিতে পারে সন্তান ও তার পুত্রবধূ। ঘটনাটি ঘটেছে কুমিল্লা সদর উপজেলা আমড়াতলী ইউনিয়নের শিমরার রামপুর মৌলভীনগর গ্রামে। মা’ কে খাওয়া দাওয়া বরণ পোষণ না দিয়ে ছেলে ও তাঁর পুত্রবধূ তাকে মারধোর করে ঘরের বাহির করে দিয়েছেন। মা’ ছাদেকের নেছা( ৬২) বিচার চেয়ে আদালাতে ছেলে মনির হোসেন ও পুত্রবধূ বিলকিস বেগম নামে মামলা দায়ের করেছেন।

কোতয়ালী মডেল থানা মামলা নং ৩৫/, ২০২৪, মামলায় মা’ ছাদেকের নেছা উল্লেখ করেছেন, বলেন,মনির হোসেন আমার অবাধ্য ছেলে, বিলকিস বেগম আমার পুত্রবধু হয়। আমার স্বামী বিগত ১৯৮৮ সালে মৃত্যুবরণ করে। আমার স্বামী মারা যাওয়ার পর আমার পুত্রবধু বিলকিস বেগমের নানাহ পরোচনায় কুপরামর্শে আমার ছেলে মনির হোসেন আমাকে কোন প্রকার বরণ পোষণ দেয় না। উপরোক্ত মনির হোসেন ও তাঁর বউ বিলকিস বেগম আমাকে কয়েকদফা শারীরিক নির্যাতন ও মারধর করেছে।

পুত্রবধূর পরোচনায় কুপরামর্শে ছেলে মনির হোসেন আমাকে আমার স্বামীর ভিটা ও বসত থেকে জোড়পুরবক বাহির করে দেয়। আমার থাকার কক্ষের ভিতর তালা লাগিয়ে দেয়। আমি পরে আমার নাতনি স্বামীর বাড়িতে আশ্রয় নিয়েছি। আমার বাড়িতে গিয়ে আমার থাকার ঘরে তালা দেখে চাবি চাইলে আমাকে কিল ঘুষি লাথি মারিয়া মাটিতে ফেলে দেয়। আমি চিৎকার করে আশে পাশে লোকজন এসে আমাকে হসপিটাল নিয়া চিকিৎসা করে। আমি আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছি। পুলিশ আসামী মনির হোসেন কে গ্রেফতার করে মোটা অংকের ঘুষ খেয়ে থানা থেকে ছেড়ে দেয়। সঠিক তদন্ত করলে তাঁর প্রমাণ পাওয়া যাবে।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।